এএফসি চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে যাত্রা শুরু করেছে আল নাসর। যেখানে আগেই জানা গিয়েছিল, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে দলের অন্যতম তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে পাবে না নাসর। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর শূন্যতা অনুভব করলো আল নাসর।
গতকাল সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে নাসর। রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই হোচট খেয়েছে তার দল। আল শর্তার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সৌদি ক্লাবটি।
এদিন ম্যাচের শুরুতে এগিয়ে এগিয়ে ছিল আল নাসর। সফরকারীদের হয়ে প্রথম গোল করেন সুলতান আল ঘান্নাম। ম্যাচের ১৪ মিনিটে সতীর্থের থেকে বক্সের মধ্যে দারুন ভাবে বাড়ানো বল পান তিনি। আল শর্তার গোলরক্ষক আহমেদ বাসিলকে ফাঁকি দিয়ে আড়াআড়ি মাটি ঘেষা শটে বল জালে জড়ান ঘান্নাম।
যদিও বেশি সময় এই লিড ধরে রাখতে পারেনি সৌদি ক্লাব। ঠিক ১০ মিনিট বাদেই সমতায় ফেরে আল শর্তা। নাসর ডিফেন্ডার বক্সের কাছে প্রথম সুযোগে বল ক্লিয়ার করতে না পারলে দারুন শটে গোল করেন মোহাম্মদ দাউদ। এরপর ম্যাচের বাকি সময় একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কোন দল।
এতে নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতে ব্যর্থ হয় আল নাসর। গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল রোনালদোর দল। এবার তাই দেশের বাইরে ভালো কিছু করার আশায় ছিল নাসর। তবে রোনালদোকে ছাড়া শুরুটা আশানুরূপ করতে পারেনি তারা।
আরও পড়ুন: বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে যে নজিরের সামনে সাকিব
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/এফএএস