খুব অল্প সময়েই পরিচিতি পেয়েছেন স্প্যানিশ তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক থেকে শুরু করে ক্লাব ফুটবল মাতিয়ে চলেছেন তিনি। ইতোমধ্যেই তাকে ধরা হচ্ছে ভবিষ্যতের তারকা হিসেবে। এবার ইয়ামালকে নিয়ে অনন্য এক সম্ভাবনার কথা স্বীকার করলেন জিরোনার কোচ মিচেল।
বর্তমানে বার্সেলোনার মতো জনপ্রিয় ক্লাবে খেলছেন ইয়ামাল। সম্প্রতি স্পেনকে ইউরোপা চ্যাম্পিয়নশিপ জিতিয়ে ফিরেছেন এই স্প্যানিশ তরুণ তারকা। ইউরোর সেরা উদীয়মান ফুটবলারও হয়েছেন ইয়ামাল। এবার জাতীয় দলের সেই ছন্দ ক্লাবেও ধরে রেখেছেন তিনি।
গত রোববার লা লিগায় জিরোনাকে ৪-১ গোলে পরাজিত করেছে কাতালানরা। এই ম্যাচেও জোড়া গোল করেছেন ইয়ামাল। যেখানে আগের মৌসুমে জিরোনার কাছেই উভয় লেগে বড় ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। এবার ইয়ামালের ছোঁয়ায় যেন বদলে গেছে দল। এমন পারফরম্যান্সের পর এই তরুণ ফুটবলারকে নিয়ে কথা বলেছেন প্রতিপক্ষ কোচ।
লামিনে ইয়ামালের মাঝে মেসির মতো কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন জিরোনা কোচ মিচেল। প্রথমে সে এই স্প্যানিশ ফুটবলারের প্রশংসা করে বলেন, ‘লামিনে ইয়ামাল একজন ম্যাচে ব্যাবধান গড়ে দেয়ার মতো ফুটবলার। এই ১৭ বছর বয়সেই সে আমার চোখে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’
এমনকি পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখলে ভবিষ্যতে মেসির পর্যায়ে পৌঁছে যেতে পারেন ইয়ামাল। এমনটাই মনে করেন তিনি, ‘মেসির মতো আরেকজন আসবে, এমনটা চিন্তা করাও কষ্টের। তবে আমি মনে করি, ইয়ামাল এভাবে উন্নতি করে যাবে এবং সে এমন একজন ফুটবলার, যার ওই (মেসির) পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে।’
চলতি লা লিগায় এখন পর্যন্ত নিজেদের খেলা ৫ ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। আর এরই মধ্যে টুর্নামেন্টে ৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন লামিনে ইয়ামাল। তার সমান গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এছাড়া এখন পর্যন্ত এই মৌসুমে সর্বোচ্চ ৪ গোল রবার্ট লেভান্ডফস্কির নামে।
আরও পড়ুন: রোনালদোর শূন্যতা অনুভব করলো আল নাসর, হারালো পয়েন্ট
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/এফএএস