বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরু থেকেই দলের হয়ে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। দলের ছোট-বড় অনেক সাফল্যেই ব্যাটে-বলে অবদান রেখেছেন এই অলরাউন্ডার। দেশের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের খেতাব পাওয়ার পাশাপাশি পুরো বিশ্বের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায়ও থাকবে তার নাম। তবে সাকিবের বিদায়ের পর বাংলাদেশ দলে তার জায়গা কে পূরণ করবেন?
দেশের ক্রিকেট ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে অনেকেই মনে করেন সাকিবের মতো উচ্চমানের ক্রিকেটার আর বাংলাদেশে তৈরি হবে না। আবার অনেকেই মেহেদি হাসান মিরাজের মধ্যে পরবর্তী সাকিবের ছায়া দেখতে পান। সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় সেরা অলরাউন্ডার এখন মিরাজই। খেলার মাঠে ব্যাটিং-বোলিং দুই বিভাগে দারুণ অবদান রাখতে সক্ষম এই স্পিন অলরাউন্ডার।
এবার মিরাজকে পরবর্তী সাকিব বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ভবিষ্যতে দলে সাকিবের ভূমিকা মিরাজ পালন করবে বলে মনে করেন এই লঙ্কান কোচ।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কায় উড়তে থাকা বাংলাদেশ মাটিতে নামলো
» টেস্ট সিরিজ : ভারত গেলেন তামিম ইকবাল
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চেন্নাইয়ে অনুশীলন করেছেন টাইগাররা। এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে তিনি আলাদাভাবে কথা বলেন সাকিবকে নিয়ে।
তিনি বলেন, ‘সাকিব যখনই খেলে, দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দলের মধ্যে একটা ভারসাম্য রাখতে চাই। আর সাকিব থাকলে এই কাজটা আরও সহজ হয়ে যায়। তার মতো বড় মাপের অলরাউন্ডার থাকার কারণেই আমরা দলে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে পারি। তাছাড়া তার অভিজ্ঞতাটাও দলে ভিন্ন মাত্রা যোগ করে।’
তবে সাকিব পরবর্তী বাংলাদেশ ক্রিকেটে তার ভূমিকায় থাকবেন কে, এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘আমি মনে করি মিরাজ। আমার দেখা মতে গত পাঁচ-ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার সে। তাই আমার মনে হয় ভবিষ্যতে সে বাংলাদেশ দলে সাকিবের ভূমিকা পালন করবে। সে ব্যাটিংয়ে অনেক পারদর্শী। আর তার বড় শক্তির জায়গাটা তার বোলিং। গত কয়েক বছরে সে বোলিংয়ে অনেক উন্নতি ঘটিয়েছে। সে এককজন ফিল্ডার হিসাবেও অসাধারণ।’
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/বিটি