গত ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানে পর্দা উঠেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে ২৪টি দল। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
এবারের টুর্নামেন্টে গ্রুপ বি-তে রয়েছে ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে ক্রোয়েশিয়া ছাড়াও রয়েছে কিউবা ও থাইল্যান্ড।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর কিউবার মুখোমুখি হয় ব্রাজিল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ১০-০ গোলের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এবার ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। তাদের বিপক্ষে জয় পেলেই শেষ ষোলোর পথে এগিয়ে যাবে টুর্নামেন্টের সফলতম এই দলটি।
আরও পড়ুন:
» নারী বিশ্বকাপের প্রাইজমানি বেড়ে দ্বিগুণ, কে কত পাবে?
» ব্রাজিলের তারকা ফুটবলার এনদ্রিক কাকে বিয়ে করলেন?
এদিকে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। এশিয়ার এই দেশটির বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। তাই আজকের ম্যাচে ফেবারিট দল হিসেবেই খেলবে ব্রাজিল।
প্রথম রাউন্ডের ম্যাচ শেষে গ্রুপ বি-তে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে থাইল্যান্ড। এছাড়া কোনো জয় না পাওয়া ক্রোয়েশিয়া ও কিউবা যথাক্রমে তালিকার তিন ও চারে অবস্থান করছে।
আর রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/বিটি