Connect with us
ফুটবল

র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট হারাল ব্রাজিল-আর্জেন্টিনা, বাংলাদেশ কোথায়?

Brazil-Argentina dropped points in the ranking, where is Bangladesh
নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। ছবি- সংগৃহীত

অনেকদিন ধরে র‍্যাঙ্কিং হালনাগাদ করেনি ফিফা। ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা শেষ হওয়ার পর গত ১৮ জুলাই হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল ফিফা। দুই মাস পর আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১৮৮৯.০২। তবে আগের চেয়ে ১২.৪৬ পয়েন্ট কমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল আলবিসেলেস্তেরা। যার কারণে পয়েন্ট কমেছে দলটির।

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি। ১৭৭২.০২ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে তারা। তবে সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরে মাঠে ইকুয়েডরকে হারালেও অ্যাওয়ে ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছিল সেলেসাওরা। যার ফলে ১৩.৫৯ পয়েন্ট হারিয়েছে তারা। এছাড়া র‍্যাঙ্কিংয়ের প্রথম ১৫ পর্যন্ত সব দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন:

» ধারাভাষ্যে সাকিবের প্রশংসা করে যা বললেন তামিম

» চেন্নাই টেস্ট : হাসানের বীরত্বের পরও দিনশেষে অস্বস্তিতে বাংলাদেশ 

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। দলটির পূর্বে ছিল ১৮৪ নম্বরে। সেখান থেকে দুই ধাপ পিছিয়ে ১৮৬ নম্বরে নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমানে দলটির পয়েন্ট ৮৯৬.৭১। তবে আগের চেয়ে ০.০৪ পয়েন্ট বেড়েছে।

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ তে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ১-০ তে হেরেছে জামাল-মোরসালিনিরা। ফলে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল