উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসাল বিশ্বকাপের জমজমাট দশম আসর। প্রতিবারের ন্যায় এবারও এই আসরে অংশগ্রহণ করেছে ল্যাটিন আমেরিকার দু’দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। ২৪ দলের এই খেলায় ইতোমধ্যেই দুই দলই শেষ ষোলো নিশ্চিত করেছে।
গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচে গোল বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে শক্তিশালি ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের জাত চিনিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ২৭ টা গোল প্রতিপক্ষের জালে জড়ায় ব্রাজিল।
শুক্রবার( ২০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের নিজদের তৃতীয় এবং শেষ ম্যাচে থাইল্যান্ড জয়ের মিশনে নামে ব্রাজিল। থাইল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে ৯-১ ব্যবধানে জিতেছে ল্যাটিন আমেরিকার দেশটি। ৩টি গোল করেন মার্সেল, ২টি গোল করেন পিটো এবং ১টি করে গোল করেন ফেলিপ ভালেরিও, ফেরাও। আর একটি গোল আসে আত্মঘাতি থেকে। অন্যদিকে থাইল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ওসমান মুসা।
আরও পড়ুন: হতাশ হয়ে মাইক্রোফোন হাতে যা বললেন তামিম ইকবাল
প্রথমার্ধের খেলা শুরুর ৬ মিনিটের মাথায় গোল পায় ব্রাজিল। মার্সেলের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যাই ব্রাজিল। এরপর ১১ ও ২০ মিনিটে গোল করে দলের ব্যবধান বাড়ান ফেলিপ ভালেরিও ও মার্সেল। মোহাম্মদ ওসমান মুসার গোলে এক গোল শোধ করে থাইল্যান্ড। ফলে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাঝে দুটি গোল করেন পিটো ও মারলন। ষষ্ঠ গোল আসে আত্মঘাতী থেকে। ৭ম থেকে ৯ম গোল করেন যথাক্রমে পিটো, মার্সেল ও ফেরাও। নির্ধারিত সময় শেষে ৯-০ গোলে জিতে ব্রাজিল।
গ্রুপ পর্বের সব কয়টি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষ অবস্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল ফুটসাল ফুটবল দল। তবে ম্যাচ হারলেও রানার্সআপ হয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে থাইল্যান্ডও।
২৪ দলের এই খেলায় প্রতি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ জায়গা পাবে শেষ ষোলোতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।
ফুটসাল বিশ্বকাপেও ব্রাজিলের রাজত্ব। ৯ আসরে অংশগ্রহণ করে এখন পর্যন্ত ৫ বার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সর্বশেষ শিরোপা জিতেছিল ২০১২ সালে ।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৪/এইচআই