Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে এবার কবে ও কাদের মুখোমুখি হচ্ছে মেসিরা

আর্জেন্টিনার উদযাপনের মুহূর্ত। ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চলছে বাছাইপর্ব ম্যাচ। পরবর্তী বিশ্বকাপ ঘিরে চলতে থাকা লাতিন আমেরিকার বাছাইপর্বে চলছে টানটান উত্তেজনা। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রীতিমতো উড়ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের হারিয়ে খুঁজছে। তাঁদের বিশ্বকাপের মূলপর্বে যাওয়া এখনও অনিশ্চিত।

২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আলবিসেলেস্তাদের অক্টোবরে রয়েছে দুটি ম্যাচ। ম্যাচ দুটি খেলবে যথাক্রমে ভেনেজুয়েলা ও বলিভিয়ার সাথে। যেখানে এই দুই ম্যাচের প্রথমটায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আকাশী-নীলরা। ১০ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় এস্তাদিও মনুমেন্টাল ডি মাতুরিনে গড়াবে ম্যাচটি।পরবর্তী ম্যাচ একই ভেন্যুতে বলিভিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু ১৬ অক্টোবর ভোর ৬ টায়।

লাতিন আমেরিকা অঞ্চলের চলতি বাছাইপর্বে ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ৪ জয়, ৪ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। আবার সমানসংখ্যক ম্যাচে ৪ জয়,৩ ড্র প ১ হারে ১৫ পয়েন্ট তিন নম্বরে উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে চারে ইকুয়েডর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছ ৫ম স্থানে। তাদের পয়েন্ট হলো ১০ পয়েন্ট। সমান ১০ পয়েন্ট নিয়ে পরিসংখ্যান বিবেচনায় ষষ্ঠ স্থানে আছে ভেনেজুয়েলা। প্যারাগুয়ে এবং বলিভিয়া উভয়েরই ৯ পয়েন্ট কিন্তু গোল বিবেচনায় প্যারাগুয়ে এগিয়ে থাকায় প্যারগুয়ে সাত এবং বলিভিয়া আটে অবস্থান করছে।

১০ লাতিন দেশ চলতি বাছাই পর্বে অংশ নিয়েছে। এখান থেকে প্রথম ৬ দল সরাসরি বিশ্বকাপে নাম লেখাবে এবং ৭ম দলটি প্লে-অফের বাধা কাটিয়ে মূল পর্বে খেলার আশা জাগাবে।

আরও পড়ুন : অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেন সাইফউদ্দিন

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল