ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে গতকাল রাতে আর্সেনালের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এর আগে নিজেদের খেলা চার ম্যাচে তিন জয় ও এক ড্র পেয়েছিল আর্সেনাল। নিজেদের এই পঞ্চম ম্যাচে ম্যান সিটিকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত তারা।
গতকাল ইতিহাদ স্টেডিয়ামে জয়ের খুব কাছেই ছিল আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলায় ম্যান সিটির ঘরের মাঠে এগিয়ে ছিল তারা। যেখানে ম্যাচের প্রায় একটা অর্ধ ১০ ফুটবলার নিয়ে খেলেছিল আর্সেনাল। তবে ম্যাচের যোগ করার সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে হৃদয় ভাঙে আর্সেনালের।
এদিন ঘরের মাঠে ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের গোলে লিড নিয়ে নেয় ম্যান ইন ব্লুরা। সতীর্থের বাড়িয়ে দেয়া বুদ্ধিদীপ্ত পাসে বল ডি-বক্সের কাছে পেয়ে যান তিনি। এরপর নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান বল। এটা ছিল ম্যান সিটির জার্সিতে হালান্ডের ১০০তম গোল।
তবে ম্যাচে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি আর্সেনাল। রিকার্ডো ক্যালাফিওরির দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে সফরকারীরা। মাঠের বাঁ পাশ থেকে সতীর্থের বাড়ানো বল বক্সের কিছুটা বাইরে পেয়ে যান তিনি। তারপর অসাধারণ শটে গোল পোস্টের ওপরের ডান কর্নারে বল জড়ান তিনি।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে কর্ণার থেকে পাওয়া বল হেডে গোল করেন গেবরিয়েল। এতে ম্যাচে লিড নিয়ে নেয় আর্সেনাল। ম্যাচে একাধিক চেষ্টা করেও আর সমতা পাচ্ছিল না ম্যান সিটি। তবে ম্যাচের যোগ করা সময়ে ডিফেন্ডার জন স্টোনসের গোলে আর্সেনালের পূর্ণ পয়েন্ট পাওয়া রুখে যায়।
ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে বক্সের মধ্যে জটলা থেকে বল আর্সেনালের জালে জড়ান স্টোনস। এতে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। এতে করে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যান সিটি। আর সমান ম্যাচে ৩ জয় ও ২ ড্রতে ১১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে আছে আর্সেনাল।
আরও পড়ুন: মেসিদের সামনে অনন্য রেকর্ডের হাতছানি
ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এফএএস