মায়ামি জার্সিতে হয়তো আর মাত্র এক মৌসুম দেখা যেতে পারে মেসিকে। এরপরেই মেজর লিগ সকার অধ্যায়ের ইতি টানতে পারেন এই ফুটবল ক্ষুদে জাদুকর।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ডেভিড ব্যাকহামের ক্লাবটির সাথে চুক্তি হয়েছিলো লিওনেল মেসির। সুতরাং মাত্র এক মৌসুম মায়মির জার্সিতে মাঠ মাতাতে পারেন মেসি। এরপরেই আমেরিকা ছেড়ে পাড়ি জমাতে পারেন অন্য কোথাও। তবে কোথায় হবে সেই গন্তব্য??
২০২৩ এর মাঝামাঝিতে আড়াই বছরের চুক্তিতে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেয় লিওনেল মেসি। আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ামি ছাড়তে পারেন মেসি। কারণ চুক্তি নবায়নের জন্য মেসির সাথে কোনো কথা বলেনি ক্লাব কতৃপক্ষ। এদিকে ক্লাব ছাড়লে তিনি ফিরতে পারেন নিজের ঘর আর্জেন্টিনায়।
নিজের ফুটবলের হাতেখড়ি হয়েছিলো আর্জেন্টিনার নিউওয়েল ওল্ড স্কুলের ক্লাবে। ক্যারিয়ারের শেষ সময়টাও হয়তো কাটাতে পারেন এই ক্লাবে। এরপরই ইতি টানতে পারেন ফুটবল ক্যারিয়ারের।
মেসির আমেরিকা ছাড়ার গুঞ্জন থাকলেও ঘটতে পারে ভিন্ন কিছুও। ক্লাবটি চুক্তি বাড়িয়ে নিতে পারে। কারন তিনি আমেরিকার ফুটবলকে দিয়েছেন অনন্য মাত্রা। ক্লাব ফুটবলে দর্শকসংখ্যা বৃদ্ধি তলানিতে থাকা দলটাকে শিরোপা জেতানো, স্পন্সরদের আর্থিকভাবে লাভবান করা সবটাই তার জন্য।
এছাড়াও ২০২৬ বিশ্বকাপ হবে আমেরিকাতে। তাই সেখানকার কন্ডিশন বুঝতে এবং সেখানে নিজেকে মানিয়ে নিতে মেসিও চুক্তি বাড়িয়ে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিজের শৈশবের ক্লাবে খেলার কথা ২০১৬ সালে একবার বলেছিলেন তিনি। কিন্তু তিনি নিরাপত্তা ইস্যুতে সংশয়ে থাকেন। এবিষয়ে তিনি বলেন, ‘ আমি আমার শৈশবের ক্লাবে খেলতে চাই কিন্তু আমার দেশের অবস্থা ভালো না। সেখানে খুন হয়, রাস্তায় বের হলে ছিনতাই হয় এবং অশান্তি বিরাজ করে। আমাকে সবার আগে আমার পরিবার ও সন্তানদের কথা ভাবতে হবে।’
কিন্তু ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার মানুষের মাঝে ঐক্য এসেছে,শান্তি বিরাজ করছে এবং দেশটি আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাড়িয়েছে। হয়তো মেসির ভাবনাও বদলেছে এখন।হয়তো নতুন করে ভেবে শৈশবের ক্লাবে ফিরতে পারেন।
আরও পড়ুন : কানপুরে টেস্ট বড় পরিবর্তন আসতে পারে ভারতীয় একাদশে
ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এসআর