Connect with us
অন্যান্য

তিন ম্যাচে ২৭ গোল দেওয়া ব্রাজিল আজ আবার মাঠে নামছে

ব্রাজিল আজ আবার মাঠে নামছে
তিন ম্যাচে ২৭ গোল দেয়া ব্রাজিল আজ আবার মাঠে নামছে

ফুটবলের দেশ ব্রাজিলের রয়েছে ফুটসালের ঐহিত্যও। উজবেকিস্তানে চলছে ফুটসাল বিশ্বকাপ। গ্রুপপর্বের তিন ম্যাচে বিশাল বিশাল জয়ে সুপার সিক্সটিনে নাম লেখানো ব্রাজিল এবার খেলবে কোস্টারিকার বিরুদ্ধে। তিন ম্যাচে ২৭টি গোল দেয়া ব্রাজিল আজ মাঠে নামবে কোয়ার্টার নিশ্চিত করার লক্ষ্যে।

উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হবে কোস্টারিকা ব্রাজিল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এই ম্যাচ জিতলেই শেষ আটে নাম লেখাবে সেলেকাওরা। ম্যাচটি কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না। তবে ফিফা প্লাস ওয়েব সাইট সরাসরি সম্প্রচার করবে।

এর আগে গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে দাপট দেখিয়েছে ঐতিহ্যবাহী হলুদ জার্সির এই দল। গ্রুপ থেকে কিউবার জালে ১০ গোল দিয়ে আসর শুরু। এরপর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৮-১ গোলের বিশাল জয়। আর শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে উঠেছে দলটি।

আরও পড়ুন:

» কানপুর টেস্টে কি দেখা যাবে বুমরাহকে?

» ভিনির জন্য প্রস্তুত গোল্ডেন বুট, ব্যালন ডি’অর উঠছে তার হাতেই?

এদিকে সুপার সিক্সটিনের প্রতিপক্ষ কোস্টারিকা গ্রুপ এ থেকে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে এসেছে। প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ৫-২ গোলে হেরে আসর শুরু করা কোস্টারিকা পরের ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে। আর বাঁচা মরার শেষ ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে।

ফুটসালের র‌্যাংকিংয়ে ব্রাজিল আছে প্রথম স্থানে। আর কোস্টারিকা আছে ৩১তম স্থানে। গ্রুপপর্বের ৩ ম্যাচে ব্রাজিল ২ গোল হজম করে প্রতিপক্ষের জালে ২৭টি গোল দিয়েছে। আর কোস্টারিকা এক জয় এক হার ও এক ড্র করতে গিয়ে ১০ গোল খেয়েছে আর দিয়েছে ৯টি গোল। শক্তির বিচারে অনেক এগিয়ে ব্রাজিল।

এদিকে এবারের আসরে আর্জেন্টিনাও আছে ভালো অবস্থানে। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ খেলবে সাদা-আকাশীরা।

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য