আঙুলের চোটে চেন্নাই টেস্টে বোলিং করার সময় রীতিমতো ভুগেছে সাকিব আল হাসান। করতে পারেনি ঠিকমতো বল। দেখা পায়নি কোনো উইকেটের। এদিকে আগে থেকেই চোখের সমস্যায় জর্জরিত থাকায় ঠিকঠাক ব্যাটিংটাও করতে পারেননি তিনি। ব্যাটিং ও বোলিং এই দুই মিলে চেন্নাই টেস্টে দেখা গেলো এক অসহায় সাকিবকে।
এমন সময়ে গুঞ্জন চলছে দ্বিতীয় টেস্টে সাকিবকে দেখা যাবে কি না? এবিষয়ে আজকে সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘সাকিব চোটে বিষয়ে আমাকে অফিসিয়ালি কিছু বলা হয় নাই।’
তখন সাকিব খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে টাইগার গুরু বলেন, ফিজিও বা টিম ম্যানেজমেন্টের থেকে কোনো রকম নোটিশ আমি পাই নি সুতরাং সাকিবের খেলতে কোনো বাঁধা দেখছি না আমি।’
চেন্নাই টেস্টে সাকিবের পারফরম্যান্সে হেড কোচ সন্তুষ্ট কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমরা সবাই জানি সে কেমন পারফর্ম করে থাকে। সে নিজেও জানে তাঁকে কেমন পারফর্ম করতে হবে। সে দ্রুত স্বরূপে ফিরবে বলে আমি আশাবাদী। আমি তাঁর পারফরম্যান্সে হতাশ নই। দ্বিতীয় ইনিংসে সত্যিই সে দারুণ ব্যাট করেছে। তবে গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হলে ভিন্ন কিছু হতে পারতো।’
আগামী ২৭ শে সেপ্টেম্বর সকাল ১০ টায় কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ – ভারতের দুইম্যাচ টেস্ট সিরিজের ২য় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন : সৌদি লিগের জনপ্রিয়তায় ধস, শীর্ষে আছে কারা?
ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/এসআর