Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে অংশ নিতে কাল দেশ ছাড়ছে বাংলাদেশ দল

Bangladesh Women's WC Team
বাংলাদেশ নারী বিশ্বকাপ দল। ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আইসিসির এই মেগা টুর্নামেন্ট অংশ নিতে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নারী বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের নিরাপত্তা সমস্যা দেখা দেয়। এর ফলে টুর্নামেন্টটি সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আয়োজক দেশ হিসেবে থাকছে বাংলাদেশই।

গতকাল (মঙ্গলবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এসময় নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে এই ব্যাটার বলেন, ‘ শুধু ২০১৪ বিশ্বকাপে আমরা ম্যাচ জিতেছিলাম। এছাড়া আর কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিততে পারিনি। তাই এবার প্রথম লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। দ্বিতীয়ত, আমরা জিততে পারলে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। আমাদের লক্ষ্য থাকবে সেমিফাইনালে খেলা।’

আরও পড়ুন:

» শান্তদের তিন ঘণ্টার অনুশীলনে সাকিবের ব্যয় ১৫ মিনিট!

» সাফের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাকে পেল বাংলাদেশ 

এবারের টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। বাংলাদেশ খেলবে বি গ্রুপ থেকে, যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

আগামী ৩ অক্টোবর শারজায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ৫ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের মোকাবিলা করবে টাইগ্রেসরা।

অক্টোবর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং অক্টোবর চতুর্থ ও শেষ ম্যাচে প্রোটিয়া মেয়েদের মোকাবিলা করবে নিগার সুলতানা জ্যোতির দল।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট