Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ মিশনের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

টি-টুয়ান্টি নারী বিশ্বকাপ-২০২৪ অংশগ্রহণ করার জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় রওনা দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে এবারের নারী বিশ্বকাপের।

এবারের নারী বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সরে যাই। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং দুবাইয়ে। আগামী মাসের ৩ অক্টোবর থেকে শুরু হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন : দলের স্বার্থে আবারও সাদা বলে ফিরতে চান স্টোকস

গত কয়েক বিশ্বকাপে জয়ের দেখা পায়নি নিগার সুলতানা জ্যোতিরা। ২০১৪ সালের বিশ্বকাপে শেষ জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপে জয়খরা কাটাতে চান বাংলাদেশি কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চাই লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এবারের বিশ্বকাপ নিয়ে তাদের লক্ষ্য এবং প্রত্যাশা কথা জানান অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, ‘ বিশ্বকাপে বাংলাদেশের জয়হীনতার চিন্তা সব সময় আমার মাথায় থাকে। আমি নিজে ৪ টা বিশ্বকাপ খেলেছি, একটাও ম্যাচ জিততে পারিনি আমরা। এবারের বিশ্বকাপে ব্যক্তিগত ভাবে এবং পুরো দলের লক্ষ্য প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করা।’

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট