এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। তুর্কমেনিস্তানকে ৬ গোলের বন্যায় ভাসিয়ে শুভসূচনা করেছে খুদে বাঘিনীরা।
বুধবার তুর্কমেনিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।
এদিন ম্যাচের শুরু থেকেই তুর্কমেনিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে ৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের তৃতীয় মিনিটে পূজা দাস ও ৫ মিনিটে থুইনু মারমা দুর্দান্ত দুটি গোল আদায় করে নেন। পরে কাপ্তান রুমা আক্তারের গোলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
ম্যাচে বিরতির পরও স্বরূপে ফিরে খুদে টাইগ্রেসরা। মাঠে একক আধিপত্য ধরে রেখে ৫৩ মিনিটে থুইনু মারমা নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান বেড়ে হয় ৪-০।
ম্যাচের ৬০ মিনিট ও ৮২ মিনিটে দুটি পেনাল্টি থেকে গোল করেন সুরভী আকন্দ প্রীতি ও তৃষ্ণা। আর এতেই গোল ব্যবধান হয় ৬-০। ম্যাচে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের সামনে কাউন্টার অ্যাটাকের কোনও মুহূর্তই তৈরি করতে পারেনি তুর্কমেনিস্তান।
প্রসঙ্গত, আগামী রবিবার ৩০ এপ্রিল বাছাই পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের তিন ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৩/এসএ