Connect with us
ফুটবল

ফিফা থেকে দুঃসংবাদ পেলেন এমি মার্তিনেজ

এমিলিয়েনো মার্টিনেজ। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের তার ভূমিকা অনস্বীকার্য। ফুটবল বিশ্বে নিজের জাত চিনিয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তবে সমালোচনা তার পিছু ছাড়েনি।

বিশ্বকাপে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস ট্রফি অশালীন ভঙ্গিতে উদযাপন করেন মার্তিনেজ। এছাড়াও বেশ কয়েকবার একই ভঙ্গিতে ট্রফি উদযাপন করেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। সর্বশেষ ২০২৪ সালের কোপা আমেরিকার ট্রফি অশালীন ভঙ্গিতে উদযাপন করতে দেখা যাই তাকে। এবারে অবশ্য তাকে আর ছাড় দেওয়া হচ্ছে না। ট্রফি নিয়ে এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন না ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।

আরও পড়ুন: ব্যাটিংয়ে ঝড় তুললেন সাব্বির, হাকালেন ৫ ছক্কায়

এছাড়াও সর্বশেষ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ হারের পর সেখানকার এক ক্যামেরাম্যান কে চড় মারেন মার্তিনেজ। এই জন্য তিনি শাস্তিও পেয়েছেন। ক্যামেরাম্যান জনি জ্যাকসন বলেন,’ অ্যাস্টন ভিলায় খেলা এই গোলরক্ষক আমাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। ওই সময় তিনি বেশ রাগান্বিত ছিলেন।’

মার্টিনেজের এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে। ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার উপযুক্ত যুক্তি দিয়ে জানায়, এমিলিয়ানো মার্তিনেজের আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে তাকে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন।

এই শাস্তির ফলে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না মার্তিনেজ।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল