স্প্যানিশ লা লিগার চলতি মৌসুম দারুন ভাবে শুরু করেছিল বার্সেলোনা। নিজেদের প্রথম সাত ম্যাচের সবকটিতে জিতে উড়ন্ত সূচনা করেছিল তারা। তবে নিজেদের খেলা অষ্টম ম্যাচে এসে হোঁচট খেলো কাতালানরা। ওসাসুনার কাছে পেয়েছে ৪-২ গোলের লজ্জার হার।
গতকাল শনিবার দিবাগত রাতে প্রতিপক্ষের ঘরের মাঠে আতিথেয়ত্ব পায় বার্সেলোনা। এদিন ম্যাচের প্রায় ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা। তবে শেষ পর্যন্ত গোলের ব্যবধানে হারতে হয় স্বাগতিক ওসাসুনার কাছে। লা লিগার চলতি মৌসুমে এটাই প্রথম বার্সার জয়হীন ম্যাচ।
এদিন ম্যাচের মাত্র ১৮তম মিনিটে এগিয়ে যায় ওসাসুনা। বক্সের মধ্যে মাইনাস করা সতীর্থের দারুন একটি বল হেডে গোল করেন আন্তে বুদিমির। এর ১০ মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। দ্বিতীয় গোলটি করেন ব্রায়ান জারাগোজা।
মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বুদ্ধিদীপ্ত শটে বল পেয়ে যান তিনি। প্রতিপক্ষ ডিফেন্ডারদের পেছনে ফেলে একাই বল নিয়ে বক্সের কাছে এগিয়ে যান তিনি। এরপর ওয়ান-টু-ওয়ান চ্যালেঞ্জে বার্সার গোলরক্ষককে পাশ কাটিয়ে বল জালে জড়ান জারাগোজা।
প্রথমার্ধে কোন গোল শোধ দিতে না পেরে হতাশা নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান কমিয়ে আনে সফরকারীরা। বক্সের বাইরে থেকে পাও ভিক্টরের নেওয়া শট অনেকটা ভুলবশতই মিস করে যান ওসাসুনার গোলরক্ষক। এমন ভুলে অনেকটা হতাশ হতে দেখা যায় তাকে।
তবে ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওসাসুনার হয়ে ব্যবধান বাড়িয়ে নেন বুদিমির। প্রতিপক্ষ বক্সের মধ্যে ফাউলের শিকার হলে এই স্পট কিক পায় স্বাগতিকরা। এরপর আবেল ব্রেটনেস দারুন এক শটে বার্সেলোনার জালে বল জড়ালে পরাজয় নিশ্চিত হয় টেবিল টপারদের।
শেষ দিকে নির্ধারিত সময়ের এক মিনিট পূর্বে গোল করে কেবল বার্সেলোনার হয়ে ব্যবধান কমান লামিনে ইয়ামাল। ডি বক্সের বাইরে থেকে তার নেয়া অসাধারণ শটে গোল পায় বার্সা। তবে শেষ পর্যন্ত বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অবশ্য ম্যাচ হারালেও লা লিগা এখন পর্যন্ত শীর্ষে রয়েছে তারা।
নিজেদের খেলা ৮ ম্যাচে ৭ জয় থেকে ২১ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমে সবার উপরের জায়গাটা ধরে রেখেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫ জয় ও ২ ড্র তে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওসাসুনা আছে ষষ্ঠ অবস্থানে।
আরও পড়ুন: কানপুর টেস্টের তৃতীয় দিন কতটা বাগড়া দেবে বৃষ্টি?
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/এফএএস