Connect with us
ফুটবল

সাফের ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচটি দেখবেন যেভাবে

Bangladesh-India face off in SAFF U-17 final
ফাইনালের ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশে ও ভারত। আগামীকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

চলতি সাফে দুর্দান্ত খেলেছে ভারত। টুর্নামেন্টে এখনো অপরাজিত তারা। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দলটি। এরপর মালদ্বীপকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নেপাল। তবে তাদের বিপক্ষে ৪-২ গোলের সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।

এদিকে, ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ অনেকটা ভাগ্যের সহায়তায় ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে কোনো জয়ের দেখা পায়নি সাইফুল বারী টিটুর শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। এরপর মালদ্বীপের বিপক্ষে ভারতের জয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।

আরও পড়ুন:

» সাকিবকে ছাড়া একাদশ সাজানো কঠিন হবে, বলছেন তামিম

» ভুটানকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ 

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। দলটির সঙ্গে অনেকটা নাটকীয়ভাবেই জয় নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের ৬২ মিনিটে ২ গোলে হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে ৭৪তম মিনিট ও যোগ করা সময়ে গোল করে নাটকীয়ভাবে সমতায় ফেরে বাংলাদেশ।

নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতার পর ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। এরপর টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশের তরুণরা। আগামীকাল দুই দলের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় দুই দেশের সমর্থকেরা।

বাংলাদেশ-নেপালের ফাইনাল ম্যাচটি ‘স্পোর্টজওয়ার্কজ (Sportzworkz) ’ নামের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। আগামীকাল থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/বিটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল