ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য বিরতিতে গেছে উভয় দল।
থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণে যায় ভারত। তবে ভারতের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটেই কর্নার কিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশের তরুণরা। তবে ডি-বক্সে জটলার কারণে বল গোলপোস্টের পাশ কেটে চলে যায়।
ম্যাচের ১৪তম মিনিটে গোলের বড় একটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। বক্সের বাঁ-প্রান্ত থেকে নেওয়া ক্রস প্রথম চেষ্টায় তালুবন্দি করতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক। তার পাশেই ছিলেন বাংলাদেশের একজন খেলোয়াড়। তবে তিনি শট নেওয়ার আগেই দ্বিতীয় বার বল তালুবন্দি করেন ভারতের গোলরক্ষক।
সরাসরি দেখুন এখানে
আরও পড়ুন:
» সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিং, অল্পের জন্য ফাইফার মিস
» হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন গ্রিজম্যান
বাংলাদেশের পাশাপাশি ভারতও বেশ কয়েকটি আক্রমণ করেছে। ম্যাচের ৩৫তম মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করেছিল তারা। তবে তাদের নেয়া শট গোলপোস্টের পাশ কেটে চলে যায়।
এছাড়া ম্যাচজুড়ে আরো বেশ কয়েকটি আক্রমণ করেছে বাংলাদেশ-ভারত। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে গোলশূন্য থেকেই বিরতিতে গেছে দুই দল।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/বিটি