Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি : পাকিস্তানকে হারানোর মুহূর্ত (ভিডিও)

bangladesh vs pakistan
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে নারী বিশ্বকাপ ২০২৪। কাগজে কলমে এবারের আসরের আয়োজক বাংলাদেশ হলেও আমিরাতের মাটিতে পর্দা উঠছে বিশ্বকাপের। আগামী ৩ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। শারজায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে দলগুলো। বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা ভালো না হলেও শেষটা ভালো করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ম্যাচ হাতছাড়া হলেও পাকিস্তানকে হারিয়ে মনোবল বাড়িয়েছেন জ্যোতিরা।

সোমবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেখানে পাক নারীদের ২৩ রানে পরাজিত করে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি শেষ করে টাইগ্রেসরা।

আরও পড়ুন :

» নারী বিশ্বকাপের প্রাইজমানি বেড়ে দ্বিগুণ, কে কত পাবে?

» নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি : এক নজরে বাংলাদেশের ম্যাচ

এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রানে থামে লাল-সবুজের প্রতিনিধিরা। জবাব দিতে নেমে ১১৭ রানের গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচের হাইলাইটস : 

একনজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

তারিখপ্রতিপক্ষ  ভেন্যু  সময়
৩ অক্টোবরস্কটল্যান্ড শারজাহদুপুর ২টা
৫ অক্টোবরইংল্যান্ডশারজাহদুপুর ২টা
১০ অক্টোবরওয়েস্ট ইন্ডিজশারজাহসন্ধ্যা ৬টা
১২ অক্টোবরদক্ষিণ আফ্রিকাদুবাইসন্ধ্যা ৬টা

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২০২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট