ফুটবলের আকাশ থেকে হারিয়ে যাওয়া নক্ষত্র কিংবদন্তি পেলের না ফেরার অনেক দিন হলেও ভক্তদের মনে তিনি যেন মৃত্যুঞ্জয়ী।
তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলের এই প্রয়াত কিংবদন্তিকে বিশেষ উদ্যোগে সম্মানিত করা হয়েছে। পেলে নামটিই এখন পর্তুগিজ এক অভিধানে ব্যবহার হচ্ছে বিশেষণ হিসেবে। কারও গুণ বোঝাতে ‘অসাধারণ, অতুলনীয়’-এর সমার্থক হিসেবে পেলে শব্দও ব্যবহৃত হবে।
যেমন- টেনিসেরসেরা বোঝাতে বলা হবে তিনি টেনিসের পেলে।
ভিন্নধর্মী এ উদ্যোগ শুরু করেছে ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ অভিধান মিশেলিস ডিকশনারি। অভিধানটির অনলাইন সংস্করণে ‘পেলে’ নামটি বিশেষণ হিসেবে যুক্ত করা হচ্ছে।
জানা গেছে, পেলের প্রতি সম্মান জানাতে বিশেষ একটি ক্যাম্পেইন করে পেলে ফাউন্ডেশন। সেখানে ১ লাখ ২৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করে পেলে নামটি অভিধানে যুক্ত করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছে মিশেলিস ডিকশনারির প্রকাশকরা।
প্রসঙ্গত, ফুটবলের বিস্ময় ব্রাজিলের কিংবদন্তি প্রয়াত পেলে গত বছরের ডিসেম্বরে কোলন ক্যানসারের কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন।
আরও পড়ুন: গল টেস্টে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কার
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৩/এসএ