Connect with us
ক্রিকেট

সাকিবের শেষ টেস্ট ম্যাচটা দেশের মাটিতে দেখতে চান আসিফ

সাকিব আল হাসান। ল ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চাই সাকিব আল হাসান। তবে নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশে ফেরা অনিশ্চিত হয়ে গিয়েছে সাকিবের। যদি দেশে ফেরার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা দেওয়া হয় তাহলে দেশের মাটিতেই টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ পরিদর্শন করতে গিয়ে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন,’ তিনি (সাকিব) এমন একজন ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দেশের মাটিতে বিদায় নিতে চান। আমিও চাই তিনি তার শেষ ম্যাচটা দেশের মাটিতেই খেলেন।’

আরও পড়ুন: ফাইনালে ব্রাজিলকে পেল আর্জেন্টিনা, ম্যাচ কবে কখন?

নিরাপত্তা দেওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেন,’ আমাদের দেশের ক্রিকেটার কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ থাকলে সেটা আলাদা বিষয়। এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না কারণ এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সাকিবকে বলেছি নিরাপত্তা দেওয়ার কথা, সেটা আমি নিশ্চিত করব।’

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের পূর্বে হঠাৎ করেই টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে বিদায় নেয় বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। তবে তিনি চান বাংলাদেশই তার শেষ টেস্ট ম্যাচ খেলতে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন কারণে সাকিবের দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের পক্ষে থেকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি পেলে, দেশে এসে শেষ ম্যাচটি খেলবেন সাবিক।

ক্রিফোস্পোর্টস/০৪ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট