Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজ: ম্যাচ কবে কখন?

BD vs IND t-20
বাংলাদেশ ও ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী রবিবার থেকে

নারী ক্রিকেটের বিশ্বকাপের গ্রুপপর্ব এগিয়ে চলছে। এর মধ্যেও ক্রিকেট ভক্তদের নজর বাংলাদেশ-ভারত সিরিজের দিকে। যদিও এর মধ্যে শেষ হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এবার মাঠে গড়ানোর অপেক্ষা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচ ভিন্ন ভিন্ন তিন মাঠে খেলবে টাইগাররা।

প্রথম টেস্টে মোটামুটি লড়াইয়ের আভাস দিলেও দ্বিতীয় ও শেষ টেস্টে মাত্র আড়াই দিনের খেলায়ও বাজেভাবে হেরেছে শান্তবাহিনী। এর আগে পাকিস্তান সফরের সুখস্মৃতি কাজে লাগানোর ইচ্ছাপোষণ করেও ব্যর্থতা নিয়ে সাদা পোশাকের সিরিজ শেষ করেছে হাথুরু সিংহের শিষ্যরা।

এবার কুড়ি-বিশের লড়াইয়ে পরীক্ষার পালা। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ৬ অক্টোবর রবিবার থেকে। পরের ম্যাচটি হবে ৯ অক্টোবর এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

আরও পড়ুন:

» গোয়ালিয়রে বিশেষ নৈশভোজে মিলিত হবেন শান্ত-কোহলিরা!

» জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় পাড়ি দিলেন রশিদ খান

তিনদিনের সিরিজ এতো দীর্ঘ হওয়ার কারণ হলো ভিন্ন ভিন্ন মাঠ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে খেলা হবে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই সিরিজের আগে অবসরের ঘোষণা দিয়েছে সাকিব আল হাসান। দলে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ, পারভেজ ইমন ও রাকিবুল হাসান।

অন্যদিকে ভারতও জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও হার্শিত রানাদের নিয়ে দল সাজিয়েছে। হার্দিক পান্ডিয়া ছাড়া সিনিয়র কেউই নেই ভারতীয় দলে।

এক নজরে ভারত সিরিজের সময়সূচি:

তারিখম্যাচভেন্যুসময়
০৬ অক্টোবরপ্রথম টি-টোয়েন্টিগোয়ালিয়রসন্ধ্যা সাড়ে ৭টা
০৯ অক্টোবরদ্বিতীয় টি-টোয়েন্টিদিল্লিসন্ধ্যা সাড়ে ৭টা
১২ অক্টোবরতৃতীয় টি-টোয়েন্টিহায়দরাবাদসন্ধ্যা সাড়ে ৭টা

ক্রিফোস্পোর্টস/০৪অক্টোবর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট