Connect with us
ফুটবল

ফুটবলে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন সালমা

বাংলাদেশের হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন সালমা

ফুটবলে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন সালমা আক্তার। দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করবেন তিনি। দেশের নারী রেফারি হিসেবে তিনিই প্রথম এ সুযোগ পেলেন।

আসন্ন সাউথইস্ট এশিয়ান গেমসে (এসইএ) সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন তিনি।

আসরটি শুরু হবে আগামী ৩ মে কম্বোডিয়ায়। চলবে ১৫ মে পর্যন্ত। এ জন্য ১ মে ঢাকা ছাড়বেন সালমা। গত ফেব্রুয়ারিতে এএফসি এলিট প্যানেলে রেফারি হওয়ায় এ সুযোগ পান তিনি।

এদিকে বাংলাদেশে জয়া চাকমার পর ফিফা সহকারী রেফারি হয়েছেন সালমা। দুজনই এএফসি এলিট প্যানেলের জন্য পরীক্ষা দেন। জয়া না পারলেও সালমা যোগ্যতা অর্জন করেন।

এর ফলে আগামী এক বছর সালমা এশিয়ার যেকোনো স্তরের নারী ফুটবলে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

এমন সুযোগ পেয়ে রোমাঞ্চিত সালমা বলেন, আগে সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করেছিলাম। এবার সাফের বাইরে প্রথমবার যাচ্ছি, এলিট সহকারী রেফারি হিসেবে। এটা অনেক ভালো লাগার বিষয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের রেফারিজ কমিটির প্রধান আজাদ রহমান বলেন, এলিট প্যানেলে সুযোগ পাওয়ার পর সালমার এটাই প্রথম কাজ। এর মাধ্যমে একটা ইতিহাস হতে যাচ্ছে দেশের নারী ফুটবলে।

আরও পড়ুন: অভিমানী কণ্ঠে যা বললেন মিস্টার ফিনিশার

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল