ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রচার এবং বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে এবারের আসরের নিলাম বিদেশের মাটিতে করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুবাইয়ে এ নিলাম অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন উঠলেও এখন তৃতীয় পছন্দের তালিকায় রয়েছে।
দুই দিন ব্যাপি নিলামের কার্যক্রম চলবে। ১০টি টিম অংশগ্রহণ করবে এ নিলামে। খেলোয়াড় কেনাবেচার এই লড়াই প্রথমে দুবাই করার কথা ভেবেছিল বিসিসিআই।পরে সৌদি আরবে পরিবর্তন করার চিন্তা করছে বিসিসিআই।
আরও পড়ুন: চিলির বিপক্ষে মাঠে নামার পূর্বে অ্যালিসনের ইনজুরি: বিকল্প খোঁজে ব্রাজিল
ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যাই, সৌদি আরবের রাজধানী রিয়াদ অথবা জেদ্দায় অনুষ্ঠিত হতে পারে আইপিএলের এবারের নিলাম। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই তালিকায় লন্ডনও আছে। তবে লন্ডনে আইপিএলের এবারের নিলাম হওয়ার সম্ভাবনা খুব-ই কম।
ফ্রাঞ্চাইজিগুলোকে কোন ক্রিকেটারদের ধরে রাখবে, তার তালিকা আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএল কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। ধারণা করা হচ্ছে, আইপিএলের নিলাম হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। চলতি মাসের মধ্যে সব কিছু চূড়ান্ত করে ফেলতে চাইছে বিসিসিআই। সেই সাথে জানা যাবে নিলামের স্থান এবং দিন।
ক্রিফোস্পোর্টস/০৬ অক্টোবর ২৪/এইচআই