আজ (রোববার) ভিয়েতনামের থং হত স্টেডিয়ামে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপে জাপানের উরাওয়াহ রেড ডায়মন্ডস ক্লাব বিপক্ষে মুখোমুখি হয়েছিল ও ভারতের ওদিশা ফুটবল ক্লাব। এ ম্যাচে জাপানের মেয়েরা গোল বন্যায় মেতেছিল। ভারতের এই ক্লাবের জালে ১৭ টি গোল দিয়েছে জাপানের এই ক্লাবটি।
এদিন জাপানের ক্লাবটি রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে ভারতের ক্লাবটিকে। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় শুরু হয় এ উৎসব। এরপর চলতে থাকে ৮৩ মিনিট পর্যন্ত। এর মধ্যে ১৭টি গোল হজম করে ভারতের এ ক্লাবটি। একবারের জন্যও জাপানের ক্লাবের জাল খুঁজে পায়নি ভারতের ক্লাবের মেয়েরা।
আরও পড়ুন: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
মিকি ইতো সর্বোচ্চ ৪ গোল একাই দিয়েছেন । হ্যাটট্রিক করেছেন শিয়োখকি। জোড়া গোল করেন শিমাদার। এছাড়াও বাকি ৮ গোল করেছেন ৮ জন মিলে। এই গ্রুপে জাপানের অন্য দুই প্রতিপক্ষ ভিয়েতনামের হো চি মিন সিটি ও চাইনিজ তাইপের তাইচুং ব্লু।
দক্ষিণ এশিয়া ফুটবলে কতটা পিছিয়ে আছে তা আরও একবার প্রমাণ হল। ফুটবলের কোনো প্রতিযোগিতায় টিকতে পারেনা দক্ষিণ এশিয়ার দেশ গুলো। দক্ষিণ এশিয়ার ফুটবলকে এগিয়ে নিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জরুরি।
ক্রিফোস্পোর্টস/০৬ অক্টোবর ২৪/এইচআই