Connect with us
ক্রিকেট

শিষ্যদের কাছে কী চান, জানালেন হাতুরাসিংহে

চন্দিকা হাথুরুসিংহে ও বাংলাদেশ দলের ক্রিকেটার

আর কয়েকদিন পরেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডর মাটিতে পা দেবে বাংলাদেশ। এই সিরিজটি সামনে রেখে সিলেটে তিন দিনের অনুশীলন ক্যাম্পে গেছে টিম বাংলাদেশ।

শনিবার রওনা দেওয়ার আগে টাইগারদের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে জানিয়েছেন, আইরিশদের বদে শিষ্যদের কাছে তিনি ঠিক কী চান।

তার কথায়, ইতিবাচক ও আগ্রাসী মানসিকতা নিয়ে ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে যেতে চায় বাংলাদেশ। তাই এর আগে আয়ারল্যান্ড সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আক্রমণাত্বক ক্রিকেটটাই খেলবে তামিমরা।

এদিন সিলেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হেড কোচ বলেন, শুরুতে ব্যাটিংয়ে নামলে কীভাবে শুরু করতে হবে এছাড়া ফিল্ডিং রেস্ট্রিকশনের সর্বোচ্চ ব্যবহারটা কীভাবে করতে হবে তাও ভাবতে হবে। ম্যাচের আগেই এসব অনুশীলন করা গুরুত্বপূর্ণ। যদি এটা না করা হয় তাহলে উইকেটে গিয়ে থমকে যেতে হবে। আর সেটা আমরা চাই না।

আগ্রাসী ভাব ও বুদ্ধি খাটিয়ে খেলায় শিষ্যদের প্রতি জোর দিয়ে হাতুরাসিংহে বলেন, মাঠে সবসময় আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা থাকবে সবার। তবে এর মানে কিন্তু এই না যে বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে। মাঠে ছেলেদের স্বাধীনতা দিতে চাই, যেন তারা নিজেদের মেলে ধরতে পারে।

আরও পড়ুন: ফুটবলে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন সালমা

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট