Connect with us
ক্রিকেট

গ্লোবাল সুপার লিগে এবার বিপিএলের দল

BPL T20
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

একটা সময় ছিলো যখন বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হতো ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন লিগ টি-টোয়েন্টি। কিন্তু সময়ের বিবর্তনে এই লিগ একটা সময় বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন করে আবারও শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। পাঁচটি দেশের ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়নদের নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি বলে ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ। চলতি বছরের ২৬ নভেম্বর শুরু হতে পারে এই লিগটি। বাংলাদেশ থেকে এবারের আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে বিপিএলের গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স।

এবারের আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ এর ফ্রাঞ্চাইজির দলগুলো। যেখানে এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ করবে রংপুর রাইডার্স।

এই টুর্নামেন্টেের বিষয়ে আজ মিরপুরে সাংবাদিকদের দেওয়া সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদেরকে এবছর গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশ ছাড়াও আরও ৪টি দেশ থেকে দল অংশগ্রহণ করবে এই লিগে।’

এসময় বিসিবি সভাপতি বলেন, ‘আমরা গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে প্রস্তাব দিয়েছি কিন্তু তাঁরা অংশগ্রহণ করতে পারবে না বলে আমাদের জানিয়েছেন। এরপর আমরা বিপিএলের আর এক সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্সকে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছি এবং যেতে রাজি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাঁরা টুর্নামেন্টে অংশ নিবে বলে আশা করা হচ্ছে। ‘

এসময় ফারুক আহমেদ আরও বলেন, ‘গত আসরে চ্যাম্পিয়ন দল না থাকায় এবং রানার্স আপ দল এখন সেই পর্যায়ে না থাকায় সেমিফাইনালিস্ট হিসেবে রংপুর রাইডার্সকে পাঠানোর সম্ভাবনা প্রবল।’

আরও পড়ুন : ভারতীয় তরুণীকে বিয়ে করছেন পাকিস্তানের ক্রিকেটার, পাত্রী কে?

ক্রিফোস্পোর্টস/০৭ অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট