বাংলাদেশের ক্রিকেটারদের অবসরের সংস্কৃতিটা আজও মানানসই হয়নি। মাশরাফি, তামিম সাকিবের পর এবার সেই মলিনরূপে বিদায় নিতে যাচ্ছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্রিকেট ছেড়েছেন আগেই। এবার টি-টোয়েন্টি থেকে বিদায়ের পালা। আর গুঞ্জন উঠেছে সাকিবের মতো ভারতের মাটি থেকেই অবসরের ঘোষণা দেবেন এই অলরাউন্ডার।
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় ছিল বেশ নাটকীয়। কিন্তু এবার হয়তো কোনো নাটক নয়, আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই নিতে পারেন বিদায়। এমনটাই মিলেছে ইঙ্গিত। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটা খেলেছে বাংলাদেশ। দুটি রয়েছে বাকি। দিল্লিতে আগামীকাল বুধবার দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। এর আগে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ।
টিমের মধ্যে চলছে শোরগোল। গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, মাহমুদউল্লাহ আজই জানিয়ে দেবেন, ভারতের বিপক্ষে চলতি সিরিজই তার শেষ টি-টোয়েন্টি। সংবাদ সম্মেলনে তাকে পাঠালে এমন ঘোষণাই আসতে পারে। এর সাকিব আল হাসানও ভারতের মাটি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন:
» পাকিস্তানের টেস্টসহ টিভিতে আজকের খেলা (৮ অক্টোবর ২৪)
» সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির ইতিবাচক বার্তা
আজ যদি সংবাদ সম্মেলনে রিয়াদ অবসরের ঘোষণা দেন, তাহলে তার শেষ টি-টোয়েন্টি হবে আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে। সূত্র বলছে, ভারত সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদউল্লাহর আরও আগেই নেওয়া। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
৩৯ বছরে পা রাখা রিয়াদ ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। ৮টি পঞ্চাশ পেরোনো ইনিংসে তার সর্বোচ্চ ফিগার ছিল অপরাজিত ৬৪।
বল হাতেও বেশ কার্যকরী ছিলেন রিয়াদ। ৭৮ ইনিংস হাত ঘুরিয়ে ২৭.৩৫ গড়ে উইকেট নিয়েছেন ৪০টি। তার ইকনোমি রেটও বেশ ভালো। রান খরচ করেছেন ৭.০৪ করে।
ব্যাটে-বলে ভূমিকা রাখার পাশাপাশি ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কও ছিলেন রিয়াদ। তার নেতৃত্বে ২০২১ বিশ্বকাপও খেলেছে বাংলাদেশ। মাহমদুউল্লাহর অধীনে ১৬টি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। তার অবসরের মধ্যে দিয়ে শেষ হবে পঞ্চপাণ্ডবের যাত্রা।
ক্রিফোস্পোর্টস/০৮অক্টোবর২৪/এজে