Connect with us
ক্রিকেট

মাহমুদউল্লাহর কোন ইনিংসের কথা আজও আপনার মনে পড়ে?

RIYAD BEST
নিদাহাস ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি বিশ্বকাপের ইনিংস?

পৌরাণিক গল্পের ফিনিক্স পাখির মতো বারবার জ্বলে উঠে বাংলাদেশ দলকে জিতিয়ে নির্ভরতার প্রতীক হয়েছেন। প্রায় হেরে যাওয়া ম্যাচে বীরত্ব দেখিয়েছেন। নামের দ্যুতি না ছড়িয়েও পেয়েছেন সাইলেন কিলার খ্যাতি। সেই মাহমুদউল্লাহ আর মাঠে নামবেন না। তবে দুটি ম্যাচের জন্য এখনও রয়েছেন দলে।

মঙ্গলবার ভারতের দিল্লি স্টেডিয়ামের প্রেসবক্স থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ। তার এই বিদায়ের দিনে বারবারই মনে পড়ছে বেশ কিছু ইনিংসের কথা। যে ইনিংসগুলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে থাকবে স্মরণীয় হয়ে। এমনকি আপনারও মনে পড়বে বারবার।

এ বছরেই মাঠে গড়ানো নবম টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের সক্ষমতা দেখিয়েছেন রিয়াদ। নিদাহাস ট্রফির সেই ফাইনালের স্মৃতি, যেখানে শ্রীলঙ্কাকে একাই হারিয়ে দিয়েছিলেন। পুরো জাতি সেদিন গর্বিত হয়েছিল মাহমুদউল্লাহকে নিয়ে।

Nidahas Trophy mahmudullah riyad

আরও পড়ুন:

» মাহমুদউল্লাহ রিয়াদের বর্ণাঢ্য টি-টোয়েন্টি ক্যারিয়ার

» অবসরের ঘোষণা দিতে গিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

এছাড়াও গত ওয়ানডে বিশ্বকাপে বুক চিতিয়ে লড়াই করার স্মৃতি, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের ম্যাচের লড়াই মনে করিয়ে দেয় রিয়াদের প্রয়োজনীয়তা।

২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে সেঞ্চুরি ও তার পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরি মনে পড়ে আপনার?

ক্রিফোস্পোর্টস/০৮অক্টোবর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট