Connect with us
ফুটবল

কোচিং ছেড়ে নতুন দায়িত্বে ইয়ুর্গেন ক্লপ

ইয়ুর্গেন ক্লপ। ছবি - সংগৃহীত

লিভারপুলের কোচিং ছাড়ার মধ্য দিয়ে ৯ বছরের সম্পর্ক ছেদ করেছেন ইয়ুর্গেন ক্লপ। গত জানুয়ারিতে লিভারপুলের সাথে সবধরনের সম্পর্কের ইতি টানেন এই জার্মান কিংবদন্তি। কোচিং পেশায় আর কখনও না ফেরারও ঘোষণা দেন। এরই মধ্যে রেড বুল প্রতিষ্ঠানের ‘হেড অব সকার’ পদে নিজের নতুন কর্মজীবন শুরু করেছেন ক্লপ।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে রেড বুল প্রতিষ্ঠানের সঙ্গে নিজের কর্মজীবন শুরু করবেন ক্লপ একথা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির কতৃপক্ষ। ইয়ুর্গেন ক্লপ রেড বুল প্রতিষ্ঠানের অধীনে থাকা জার্মানির আরবি লাইপজিগ, আরবি শালজবুর্গ, যুক্তরাষ্ট্রের রেড বুলস সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ফুটবল সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন।

লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর গত মাসে (সেপ্টেম্বর) এক ম্যাচের জন্য তার সাবেক কর্মস্থান বরুশিয়া ডটমুন্ডের সঙ্গে কাজ করেছেন। দায়িত্ব পালন করা ম্যাচটি মূলত সাবেক দুই ডটমুন্ড ফুটবলার লুকাস পিসচেক এবং জ্যাকুব ব্লাসজিকোস্কির সম্মানার্থে আয়োজন করা হয়েছিলো। এছাড়াও ইংল্যান্ড, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচিংয়ের প্রস্তাব পেলেও তিনি সেটাতে অসম্মতি জানান।

রেড বুল কতৃপক্ষ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের জার্মান দপ্তরকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ইয়ুর্গেন ক্লপের সাথে আমাদের ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। যদিও এর মাঝে ক্লপ নতুন কোনো প্রস্তাব পেলে সে চাইলেই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবেন। এরই মাঝে গুঞ্জন উঠেছে কোনো এক সময় জার্মান জাতীয় দলের দায়িত্বও পেতে পারেন ৫৭ বছর বয়সী সাবেক এই লিজেন্ড ফুটবলার। সেক্ষেত্রে দায়িত্ব হারাতে হতে পারে বর্তমান জার্মান কোচ জুলিয়ান নাগালসম্যানকে।

নতুন দায়িত্ব পেয়ে ক্লপ বলেন, ‘আমি কোচিং পেশা ছাড়লেও ফুটবল এবং এই সংশ্লিষ্টদের ওপর আমার আগের মতোই ভালোবাসা থাকবে। ২৫ বছর কোচিং করার পর এমন একটা ফুটবল সংক্রান্ত বিষয়ে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’

এদিকে রেড বুল কতৃপক্ষের কর্পোরেট প্রজেক্ট এবং ইনভেস্টমেন্ট বিভাগের সিইও ওলিভার মিন্টলাফ বলেন, ‘ক্লপ একজন কিংবদন্তি খেলোয়াড়। তাঁর দক্ষতা অসাধারণ। সে দায়িত্ব পেলে আন্তর্জাতিক ফুটবল এবং উন্নয়ন প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।’

আরও পড়ুন : বিশ্বকাপ বাছাই খেলতে প্রস্তুত মেসি, তবে হারিকেনে বিলম্ব আর্জেন্টিনার যাত্রা

ক্রিফোস্পোর্টস/০৯অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল