Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি দুই স্পিনার

রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ১০ বছরের জয়খরা কাটিয়ে এবারের আসরে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দুই ম্যাচের পর ব্যক্তিগত নৈপুণ্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই স্পিনার। রাবেয়া খান ও ফাহিমা খাতুন আইসিসি বোলারদের র‌্যাঙ্কিংয়ে সামনের দিকে এগিয়েছেন।

গতকাল (মঙ্গলবার) নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় নবম স্থান জায়গা করে নিয়েছেন রাবেয়া। চলমান বিশ্বকাপের দুই ম্যাচে কম খরুচে বোলিংয়ের পাশাপাশি ২ টি উইকেট নিয়েছেন এই টাইগ্রেস স্পিনার।টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের সেরা ২৫-এ বাংলাদেশের মধ্যে একমাত্র তিনিই আছেন।

এছাড়াও চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন আরেক স্পিনার ফাহিমা খাতুন। চলমান এ বিশ্বকাপের দুই ম্যাচে ৩ উইকেট শিকার করে বড় লাফ দিয়েছেন তিনি। ১৩ ধাপ লাফিয়ে ৪৫ নম্বরে উঠেছেন এই বাঘিনী। তবে র‍্যাঙ্ককিংয়ে অবনতি হয়েছে বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারের। দুজনই দুই ধাপ করে পিছিয়েছেন। নাহিদার বর্তমান অবস্থান ২৭তম ও মারুফা আছেন ৩১ নম্বরে।

আরও পড়ুন: সিরিজে টিকে থাকতে আজ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?

মেয়েদের টি-টোয়েন্টি ফর্মম্যাটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টন। দ্বিতীয় নম্বর অবস্থানে আছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল। ইংল্যান্ডের আরেক স্পিনার সারা গ্লেন এক ধাপ এগিয়ে ৩–এ, অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার তিন ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছেন এবং পেসার মেগান শুট ৯ ধাপ এগিয়ে ১০ নম্বর অবস্থান দখল করেছেন।

অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অবনতি হয়েছে। ১ ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন তিনি। বাংলাদেশি এই কাপ্তান ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটারই সেরা ৫০ এর মধ্যে নেই। অজি তারকা বেথ মুনি ও তালিয়া ম্যাকগ্রা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছেন।

ক্রিফোস্পোর্টস/০৯ অক্টোবর ২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট