Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন থাকবে আবহাওয়া?

অধিনায়ক সূর্য কুমার এবং নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

টেস্টের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটাতেও ভারতের কাছে হারতে হয়েছে টাইগারদের। তাই আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগাররা। এদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নামবে ভারত।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টাই মুখোমুখি হবে বাংলাদেশ- ভারত দুই দল।

আজ ম্যাচের সময়ে দিল্লির আকাশে বৃষ্টির সম্ভাবনা নাই। এসময় দিল্লিতে বাতাসের আর্দ্রতা থাকবে ৪১ থেকে ৫৮ শতাংশের মধ্যে। যা ক্রিকেট উপযোগী। কিন্তু চিন্তার বিষয় দিল্লির দূষিত বায়ু।

এছাড়াও আজকে দিল্লির তাপমাত্রাও ক্রিকেট উপযোগী। ফ্লাডলাইটের আলোয় আজকের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। আজকে দিল্লির তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। খেলার সময় এর থেকেও কম তাপমাত্রা অনুভুত হবে বলে ধারণা করা হচ্ছে। এই তাপমাত্রা ক্রিকেটারদের খেলায় খুব একটা প্রভাব ফেলবে না।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি তে বাংলাদেশকে ৭ উইকেটর বিশাল ব্যবধানে হারায় ভারত।

দেখে নেওয়া যাক দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভব্য একাদশ কেমন হবে।

বাংলাদেশ সম্ভব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

আরো পড়ুন : সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ জিশানের

ক্রিফোস্পোর্টস/০৯অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট