ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। আজ (বুধবার) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
আজ একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে জায়গা হারিয়েছেন পেসার শরিফুল ইসলাম। তার পরিবর্তে দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক ভারত।
আরও পড়ুন:
» দেশীয়দের মধ্য থেকে হেড কোচ নিয়োগ প্রসঙ্গে যা বললেন তামিম
» সাকিব-মাহমুদউল্লাহর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ জিশানের
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৪/বিটি