একদিনের ক্রিকেটে শক্তিশালী টিম বাংলাদেশ এখন ইংল্যান্ডের মাটিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে প্রথম বহর ইতোমধ্যে পৌঁছে গেছে, দ্বিতীয় বহর আজ পৌঁছে যাবে।
চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের আগে আসন্ন এই সিরিজে কেমন করবে বাংলাদেশ। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এমন প্রশ্ন করা হয়েছিল আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের নিকট।
এর উত্তরে সুজন বলেন, বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে বর্তমানে অনেক ভালো দল। ফলাফল ৩-০ ছাড়া আমি আসলে আর কিছু দেখছি না ।
এছাড়া এদিন কথা বলেন, টাইগারদের কোচ জেমি সিডন্সকে নিয়ে। জাতীয় দলে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়ার বিষয়ে সুজন বলেন, জেমি আমাদের জুনিয়র ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চায়। আমরাও তাই চাচ্ছিলাম। এখন সে নিজে থেকেই রাজি হওয়ায় এটা আমাদের জন্য বড় ব্যাপার।
তিনি বলেন, এই জায়গাটাতে ও কাজ করলেন পাইপলাইন আরও ভালো হবে। এতে ভালো ফল পাবো বলে আমি মনে করছি।
আরও পড়ুন: মুস্তাফিজদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২মে২৩/এসএ