নিজের ক্লাব ক্যারিয়ারের একটা লম্বা সময় পার করেছেন রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই রিয়াল মাদ্রিদকে ভালোবেসে এই শহরে একটূ হোটেল তৈরি করেছেন সাবেক এই রিয়াল সুপারস্টার। এবার রোনালদো তাঁর তৈরি করা হোটেলের কর্মচারীদের জন্য আকষর্ণীয় সুযোগ সুবিধার ঘোষণা দেন।
একটি ব্যবসায়ী গোষ্টীর সাথে হাত মিলিয়ে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেগুলোর মধ্যে অন্যতম হলো হোটেল ব্যবসা। এখন পর্যন্ত রোনালদো সবমিলিয়ে ৫ টি বিলাসবহুল হোটেলের মালিক। নিজের শহর পর্তুগালের লিসবন, পর্তুগালের আরেক শহর ফানচাল, আমেরিকার নিউ ইয়র্ক, মরক্কোর মারাকেচে এবং সর্বশেষ স্পেনের মাদ্রিদে বিলাসবহুল হোটেল তৈরি করেছেন এই তাঁরকা ফুটবলার। তবে লিসবন ও মাদ্রিদের হোটেল দুটি রোনালদো নিজ হাতে পরিচালনা করে থাকে। এবার তিনি মাদ্রিদের হোটেলের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেন।
তাঁর মাদ্রিদের শহরে থাকা হোটেলের বিশেষ গুরুত্ব হিসেবে তিনি সেখানকার কর্মচারীদের বিশেষ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেন। তাঁর হোটেলে কাজ করা কর্মচারীদের মাসিক বেতন হবে ২৫ হাজার ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লক্ষ টাকা। কর্মচারীরা বছরে ৫০ দিন ছুটি কাটাতে পারবে। কর্মীদের জন্মদিনেও বিশেষ ব্যবস্থা থাকবে।
খেলাধুলার পাশাপাশি রোনালদো নিজেকে ব্যবসায়ী হিসেবে তৈরি করেছেন।
আরো পড়ুন : অ্যাগুয়েরোকে ৩২ লাখ ডলার দিতে অস্বীকার করছে বার্সা
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/এসআর