চলতি বছরের নভেম্বরে টেনিসকে বিদায় বলে দিচ্ছেন রাফায়েল নাদাল। ৩৮ বছর বয়সী স্প্যানিশ এই কিংবদন্তি তার বর্ণাঢ্য ক্যারিয়ার সমৃদ্ধ করেছেন ১৪টি ফ্রেঞ্চ ওপেনসহ ২২টি গ্র্যান্ড স্লাম জিতে। এক পলকে দেখুন নাদালের বর্ণাঢ্য ক্যারিয়ার—
১/৭ |
১০ অক্টোবর এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন রাফায়েল নাদাল।
২/৭ |
নভেম্বরে স্পেনের মালাগায় ডেভিস কাপে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন নাদাল।
৩/৭ |
পেশাদার টেনিস থেকে বিদায়ের সময় হয়েছে। অনেকদিন ধরেই আমি ভুগছি, বিশেষ করে গত দুই বছর আমার জন্য বেশ কঠিন ছিল। এরকম সীমাবদ্ধতা নিয়ে আর বেশিদিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব না— নাদাল।
৪/৭ |
ক্যারিয়ারজুড়ে অসংখ্য সফলতা পেয়েছেন নাদাল। টেনিসের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যান্ড স্লাম জিতেছেন ২২টি। যার মধ্যে ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন সর্বোচ্চ ১৪টি। এছাড়া ইউএস ওপেনে ৪টি এবং অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে ২টি করে মোট ৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।
আরও পড়ুন :
» রোনালদোর হোটেলে কর্মচারীদের বিশেষ সুবিধা
» অ্যাগুয়েরোকে ৩২ লাখ ডলার দিতে অস্বীকার করছে বার্সা
» টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল
৫/৭ |
গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় টেনিস ইতিহাসের দ্বিতীয় নম্বরে রয়েছেন নাদাল। তার চেয়ে দুটি বেশি গ্র্যান্ড স্লাম জিতে শীর্ষে অবস্থান করছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
৬/৭ |
অলিম্পিকে সিঙ্গেল এবং ডাবল উভয় বিভাগেই সোনা রয়েছে তার।
৭/৭ |
এছাড়া ডেভিস কাপেও স্পেনের হয়ে পাঁচবার শিরোপা জিতেছেন নাদাল। সবমিলে ৯২টি শিরোপা রয়েছেন স্পেনের এই টেনিস তারকার।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/বিটি/এসএ