ভালো কিছু করার লক্ষ্য নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের টগবগ ছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাহিনী। তবে ভারতের মাটিতে কোন প্রকার লড়ায় জমিয়ে উঠতে পারেনি টাইগাররা। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। গতকাল শনিবার সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এদিন বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের পরাজয়। কেননা ভারতের রেকর্ড রান টপকানো ছিল অনেকটাই দুঃসাধ্য।
এদিন টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক শান্ত। আর শুরু থেকেই চার ছক্কার ফুলঝুরিতে রানের বন্যা বসিয়ে দেয় ভারত। নির্ধারিত ২০ ওভার খেলে ২৯৭ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিকরা। যা টি-টোয়েন্টি ইতিহাসে যে কোন টেস্ট খেলুড়ে দেশের জন্য সর্বোচ্চ রান।
এমন বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস ও তাওহীদ হৃদয় ছাড়া আর তেমন কেউ খেলতে পারেননি নজরে আসার মত ইনিংস। হৃদয়ের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬৫ রান ও লিটন করেন ২৫ বলে ৪২ রান। এতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে পারে বাংলাদেশ। যাতে করে ১৩৩ রানের বিশাল জয় পায় ভারত।
ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করিনি। আগের কিছু ম্যাচে আমরা কয়েক ওভার ভালো বল করেছি, কিন্তু আজ আমরা একদম ভালো করতে পারিনি। ঘরের মাঠে আমাদের উইকেটে পরিবর্তন আনতে হবে।’
আরও পড়ুন:
» দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ
» শেষটা রাঙাতে পারেননি মাহমুদউল্লাহ, বাংলাদেশের বড় হার
শান্ত আরো বলেন, ‘আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারি। আর উন্নতি করতে চাইলে ব্যক্তিগত ভাবে খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে।’
ভারত সফর থেকে শিক্ষা নিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করতে চাইবে বাংলাদেশ। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে মিরপুরে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। পরের ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৪/এফএএস