ভারত সফরের ব্যর্থতা নিয়ে গতকাল রাতে দেশে ফিরেছে শান্ত বাহিনী। একই রাতে আরও একটি ব্যর্থতা মাথায় নিয়ে ঢাকায় এসেছে বাংলাদেশ ক্রিকেটের নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টিম।
বাংলাদেশের মাটিতে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে টুর্নামেন্টে নিজেদের শুরুটা স্কটল্যান্ডকে হারিয়ে ভালো করেছিল টাইগ্রেসরা।
তবে এরপর টানা ব্যর্থতায় হতাশা বাড়ায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিগার সুলতানার দল মাঠে নেমেছিল ক্ষীণ আশা বুকে নিয়ে। তবে সেই ম্যাচে প্রটিয়াদের কাছে হেরে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গতকাল রোববার (১৩ অক্টোবর) রাতে দুবাই থেকে সরাসরি ঢাকা এসে পৌঁছায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তবে একটা সুখস্মৃতি এই টুর্নামেন্ট থেকে নিয়ে রাখতে পারে টাইগ্রেসরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রায় ১০ বছর পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যেখানে স্কটল্যান্ডকে হারিয়েছিল নারী ক্রিকেট দল। এরপর ইংল্যান্ডের সঙ্গে জয়ের সম্ভাবনা দেখিয়েও ২১ রানের পরাজিত হয় নিগার সুলতানারা।
আরও পড়ুন:
» ভারতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরলেন শান্ত-মিরাজরা
» বিপিএল জমকালো করতে প্রধান উপদেষ্টার ‘আইডিয়া’
আর নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয় ৮ উইকেটের বড় ব্যবধানে। আর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ পরাজিত হয় ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখে। এদিকে এ টুর্নামেন্ট স্পষ্টভাবে ফুটে উঠেছে নারী ক্রিকেট দলের ব্যাটিং দুর্বলতা। যেখানে কোন ম্যাচেই বাংলাদেশ স্পর্শ করতে পারেনি ১২০ রান।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/এফএএস