বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে তবুও দারুণ প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ সফরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও ব্যর্থ মিশন শেষে গতকাল দেশে ফিরেছে দল। তবে এই ব্যর্থতায় কোন অজুহাত দিতে চান না অধিনায়ক।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দুর্বলতা ছিল স্পষ্ট। অন্য সকল বিভাগে মোটামুটি ছাপ রাখতে পারলেও ব্যাটিংয়ে যাচ্ছে তাই ছিল টাইগ্রেসরা। কোন ম্যাচেই ১২০ কিংবা তার বেশি রানের দেখা পায়নি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বরং বোলিং বিভাগ থেকে জয়ের আশা দেখালেও ব্যাটিংয়ে পরাস্ত হয়েছে টাইগ্রেসরা।
গোটা টুর্নামেন্টে নিগার সুলতানা জ্যোতি ও সোভানা মোস্তারি ছাড়া ব্যাটিংয়ে ধারাবাহিক রান পাননি কেউই। তবে এই দুই ব্যাটারের স্ট্রাইকরেটও ছিল না টি-টোয়েন্টি সুলভ। গতকাল রাতে তাই দেশে ফিরে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেন অধিনায়ক জ্যোতি।
এছাড়া নিজেদের বাজে ব্যাটিংয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের উইকেটকে কোন প্রকার দায়ী করতে চান না তিনি। সাংবাদিকদের সামনে জ্যোতি বলেন, ‘আমাদের বাংলাদেশের সঙ্গে শারজাহর উইকেটের পার্থক্য খুব একটা ছিল না। স্পিন সহায়ক উইকেট ছিল। স্পিনাররা ভালো করেছে। ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেনি।’
তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে ভেন্যুকে অজুহাত বানাতে নারাজ এই টাইগ্রেস অধিনায়ক, ‘ভেন্যু তাই কোনো কিছু নয়। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ভেন্যুকে দোষ দিয়ে লাভ নেই। এটা অজুহাত হবে। সমস্যাটি খুবই দৃশ্যমান যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি।’
আরও পড়ুন:
» ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল নারী ক্রিকেট দল
» ভারতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরলেন শান্ত-মিরাজরা
তবে ভবিষ্যতে এই সমস্যার সমাধান খুঁজতে চান তিনি, ‘যদি পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে দেখা যায় মিডল অর্ডারে ধুঁকতে হয়। কখনও কখনও সেভাবে ফিনিশিং করতে পারি না, যেভাবে করা উচিত। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।’
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রায় ১০ বছর স্কটল্যান্ডকে হারিয়ে পর জয়ের দেখা পায় বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের সঙ্গে জয়ের সম্ভাবনা দেখিয়েও ২১ রানের পরাজিত হয় নিগার সুলতানারা। ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয় ৮ উইকেটের বড় ব্যবধানে। আর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে পরাজিত করে ৭ উইকেট হাতে রেখে।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/এফএএস