Connect with us
ক্রিকেট

‘জমজমাট’ হবে ২০২৫ বিপিএল, প্রত্যাশা বিসিবি সভাপতির

BCB President Faruk Ahmed
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

শুরুর দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বেশ জমজমাট হলেও ধীরে ধীরে এর মান কমতে থাকে। সর্বশেষ কয়েকটি আসরে টুর্নামেন্টটির মান নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে বিপিএলের এবারের আসরে অনেক নতুনত্ব থাকবে বলে বলে আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যান্য বারের চেয়ে এবারের বিপিএল আরও জমজমাট হবে বলে প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিপিএলের একাদশ আসরকে সামনে রেখে সোমবার (১৪ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরেও গতবারের সমান ৭টি দলে অংশগ্রহণ করতে যাচ্ছে। সোমবার ড্রাফট থেকে ৬২ জন স্থানীয় ক্রিকেটার এবং ১৬ জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তাছাড়া ড্রাফটের আগেও সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে ফ্রাঞ্চাইজিগুলো।

ড্রাফট শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এবারের বিপিএল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান ফারুক আহমেদ। বিপিএলকে আরো জমজমাট করতে উইকেটে উন্নতি, টিকিট ডিজিটাইজডসহ আরো বেশ কয়েকটি সেক্টরে নতুনত্ব আনা হবে। সবমিলিয়ে একটি জমজমাট টুর্নামেন্টের প্রত্যাশা করছেন বিসিবি বস।

আরও পড়ুন:

» পাকিস্তানের হারে ভারতের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড

» প্রথমবার বিপিএলে দল না পেয়ে অবাক রুবেল 

এবারের বিপিএলে ভালো উইকেট বানানো প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘আমরা জানি টি-টোয়েন্টি ক্রিকেট রানের খেলা। ভালো উইকেটে খেলা হলে অনেক রান হবে। আর বোলাররা ভালো বল করলে উইকেট পাবে। আমার মনে হয় না গত বছর উইকেট একদম খারাপ ছিল। দিনের ম্যাচগুলোতে রান কম হলেও রাতের ম্যাচগুলোতে বেশি রান হতো। চেষ্টা করব এবার যেন ভালো উইকেটে খেলা হয়।’

স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে সরাসরি টিকিট কেনা নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয় দর্শকদের। তাই এবার বেশিরভাগই টিকিট অনলাইনেই বিক্রি হবে বলে জানিয়েছেন বিসিবি বস, ‘টিকিট ডিজিটালাইজড করার চেষ্টা করছি আমরা। এ নিয়ে আমি ডেমো দেখেছি। আমাদের হাতে এখনো আড়াই মাস সময় আছে, এবার টিকিট ডিজিটাল হওয়ার সম্ভাবনা ৯৮ ভাগ।’

এবারের বিপিএলে নতুনত্ব আনার ব্যাপারে শুরু থেকেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি। আগের আসরগুলোর চেয়ে এবারের আসরে বেশ উন্নতি দেখা যাবে, ‘আমরা এখন থেকেই উন্নতি করার চেষ্টা করব। সবকিছু এমন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, যেভাবে করলে টুর্নামেন্টটি ভালো হবে। অনেক নতুনত্ব আনার চেষ্টা করছি। বাকিটা মাঠের খেলায় বোঝা যাবে।’

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট