লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল ভোরে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ঘরের মাঠে লিওনেল মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। অন্যদিকে ব্রাজিলও তাদের ঘরের মাঠে পেরুর মোকাবিলা করবে।
ফিফার অক্টোবর উইন্ডোতে ইতোমধ্যে একটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। গত ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভেনেজুয়েলার মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেননি মেসিরা। শুরুতে ১-০ তে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।
অন্যদিকে বাছাইপর্বের ম্যাচগুলোতে ধুঁকতে থাকা ব্রাজিল মুখোমুখি হয়েছিল চিলির। আর্জেন্টিনা হতাশ করলেও এবার জয় নিয়ে স্বস্তিতে ফিরেছে সেলেসাওরা। স্বাগতিক চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় দরিভাল জুনিয়রের শিষ্যরা।
আরও পড়ুন:
» স্কালোনির চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার যিনি
» বাবরের জায়গায় সুযোগ পেয়ে অভিষেকেই কামরানের সেঞ্চুরি
আর্জেন্টিনা হারলেও পয়েন্ট তালিকায় তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাজিল মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে টেবিলে বেশ উন্নতি করেছে। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) প্রথমে মাঠে নামবে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে ভোর ৬টায়। অন্যদিকে ব্রাজিল-পেরুর ম্যাচটি মাঠে গড়াবে ভোর ৬টা ৪৫ মিনিটে।
ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দুটো বাংলাদেশের কোনো সম্প্রচারকারী টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না। ম্যাচটি সরাসরি দেখা যাবে ইয়ালা শট, ফুবোটিভি, ফ্যান কোডসহ বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে। এ ছাড়া Sportzfy অ্যাপেও ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/বিটি