আজ (বুধবার) বলিভিয়ার বিপক্ষে ৩৩৩ দিন পর ঘরের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছেন মেসিরা। মেসির হ্যাট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছেন তারা। এমন দিনে লিওনেল মেসি গড়েছেন অনন্য রেকর্ডও।
৬-০ গোলের ব্যবধানে জয়ের ফলে আর্জেন্টিনা নিজেদের ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট এখন মেসির দখলে। ফিফার হিসেবে ১৮৭২ সালে৷ প্রথম অফিসিয়াল ম্যাচ খেলেছিল স্কটল্যান্ড এবং ইংল্যান্ড। এরপর পেরিয়েছে ১৫২ বছর। আর আজকের আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের মধ্য দিয়ে গোল অবদানের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভাঙলেন মেসি।
ক্যারিয়ারে ৮৪৬ গোল ৩৭৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। সবমিলিয়ে ১ হাজার ২২৩ গোলের ভূমিকায় আর্জেন্টাইন এই মহাতারকার। ফিফার অফিসিয়াল ম্যাচের হিসেবে এটিই সবচেয়ে বেশি। এছাড়াও এ ম্যাচে ৩ গোল আর ২ অ্যাসিস্ট করে ১৫ বছর আগের করা হোয়াকিন বোতেরোর রেকর্ডের ভাগ বসালেন লিওনেল মেসি। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে একই ম্যাচে হ্যাটট্রিক ও ২ অ্যাসিস্ট ছিল হোয়াকিন বোতেরোর। আর্জেন্টিনার বিপক্ষেই ২০১৯ সালে এমন কীর্তি গড়েছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের মাটিতে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা দল
এ ম্যাচে হ্যাট্রিক করার মধ্যে দিয়ে মেসি গড়েছেন অনন্য কীর্তি। ক্যারিয়ারে ৫৮ টি হ্যাট্রিক করেছে এই মহাতারকা। জাতীয় দলের জার্সিতে ১০ বার হ্যাটট্রিক করেছেন তিনি। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডের ভাগ বসালেন মেসি। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি হ্যাট্রিকের মালিক ফুটবলের এই দুই বরপুত্রের। অবশ্য জাতীয় দলের জার্সিতে এককভাবে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক মেসি।
দক্ষিণ আফ্রিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ হ্যাট্রিকের মালিকও বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। এ নিয়ে তিনি ৩ টি হ্যাট্রিক করার গৌরব অর্জন করলেন।
ক্রিফোস্পোর্টস/১৬ অক্টোবর ২৪/এইচআই