আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ সম্পূর্ণ ম্যাচ পাকিস্তানে গড়ানো ঘিরে আবারও জটিলতা সৃষ্টি হয়েছে। ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভারতকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেয়নি এখনও। এরইমধ্যে এ আসর নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন।
রিচার্ড থম্পসনের মন্তব্য অনুযায়ী ভারত পাকিস্তানের মাটিতে হয়তো খেলতে যাবে না। আর আইসিসি চাচ্ছে ভারত এ আসরে যেভাবেই হোক ভারতকে অংশগ্রহণ করাতে। এই জন্য বিকল্প পদ্ধতি বেঁচে নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাকিস্তানে না গেলে টুর্নামেন্টটি এশিয়া কাপের মত ‘হাইব্রিড মডেলে’ হওয়ার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এমন পরিস্থিতিতে ইসিবি চেয়ারম্যান বিসিসিআই প্রধান জয় শাহকে বড় ভূমিকা রাখতে হবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন ‘এখানে আছে ভূরাজনীতি। এরপর ক্রিকেটীয় ভূরাজনীতিও আছে। আমি মনে হয়, তারা একটা সমাধানের পথ বের করবে। খুঁজে বের করতেই হবে পেতেই হবে।’
এর আগে গুঞ্জন উঠেছিল ভারত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না চাইলে, তাদেরকে ছাড়ায় এবারের আসর অনুষ্ঠিত হবে। তবে ভারত বা পাকিস্তানের মতো দলকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হলে সম্প্রচার স্বত্বের দিক থেকে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ইসিবির চেয়ারম্যান থম্পসন ও প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। সব দিক বিবেচনা করে বিকল্প পদ্ধতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা উচিত বলে তারা মনে করেন।
আরও পড়ুন: র্যাংকিংয়ে উন্নতি তাসকিন-হৃদয়দের, অবনতি অধিনায়ক শান্তর
বিকল্প পদ্ধতি হতে পারে হাইব্রিড মডেল। ভারতের ম্যাচগুলো পাকিস্তানে না হয়ে ভিন্ন কোনো দেশের ভেন্যুতে হওয়া। যেমন টা হয়েছিল ২০২৩ এশিয়া কাপে। ভারতের ম্যাচগুলো বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। এবার চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও বিসিসিআইয়ের সিদ্ধান্ত একই থাকলে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্টের একটি অংশের খেলা হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায়।
দীর্ঘ ৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে। শেষবার ২০১৭ সালে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবারের টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও আফগানিস্তান। ইতোমধ্যেই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করার জন্য করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরকে ভেন্যু চূড়ান্ত করে সংস্কারকাজও করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
ক্রিফোস্পোর্টস/১৭ অক্টোবর ২৪/এইচআই