Connect with us
ফুটবল

সাফের শিরোপা বাংলাদেশে ধরে রাখতে চান সাবিনা খাতুন

Sabina Khatun with Saff 2022 trophy
সাফ ট্রফি হাতে সাবিনা। ছবি- সংগৃহীত

২০২২ সালে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। আর সেই সুযোগে ভারত ব্যতীত প্রথম দল হিসেবে নেপালকে ফাইনালে হারিয়ে সাফের শিরোপা জিতে নেয় বাংলাদেশ দল। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক এই টুর্নামেন্টের সপ্তম আসর। যেখানে বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখার।

আজ বৃহস্পতিবার ভারত-পাকিস্তান মহারণ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে টুর্নামেন্টে নিজেদের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশ শুরু করবে আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে আরেক প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ২৩ অক্টোবর।

গ্রুপ করবে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তবুও ভালো খেলে শিরোপা ধরে রাখতে চান অধিনায়ক সাবিনা খাতুন। দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই, আমাদের চেষ্টা থাকবে শিরোপা ধরে রাখার। বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে পুরোপুরি বলা যায় না যে আমরাই চ্যাম্পিয়ন হব। কারণ, এবারের টুর্নামেন্ট বেশ চ্যালেঞ্জিং হবে।’

সাফের জন্য বাংলাদেশ দল কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে সাবিনা জানান, ‘আমরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিয়ে আসছি। তবে কয়েকটা প্রীতি ম্যাচ খেলতে পারলে আরও ভালো হতো। এবার স্কোয়াডেও বেশ কিছু নতুন ফুটবলার আছে। তারাও যতটা সম্ভব নিজেদের তৈরি করেছে। তবে এটা ঠিক, ম্যাচগুলো ভালোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

আরও পড়ুন:

» র‍্যাংকিংয়ে উন্নতি তাসকিন-হৃদয়দের, অবনতি অধিনায়ক শান্তর

» ভারত-পাকিস্তান মহারণ দিয়ে আজ পর্দা উঠছে সাফের

প্রতিপক্ষ নিয়ে তিনি বলেন, ‘(ভারত-পাকিস্তান) দুই দলই কঠিন। তারা গত কয়েক মাসে ভালোই উন্নতি করেছে। প্রতিপক্ষ হিসেবে তাই দুদলই শক্তিশালী। পাকিস্তান আগে কিছুটা খারাপ করলেও নিজেদের ভুল শুধরে ইদানীং ভালো পারফর্ম করেছে। এবার পাকিস্তান হয়তো দারুণ কিছু করতে মরিয়া। আর দ্বিতীয় ম্যাচ ভারতের সঙ্গে, সেটা জেতা সহজ হবে না।’

গত আসরে সর্বোচ্চ ৮ গোল করে সেরা গোলদাতা হয়েছিলেন সাবিনা খাতুন। এবার নিজেকে নিয়ে কতটা আশাবাদী? এমন প্রশ্ন তিনি বলেন, ‘দেখুন, আমার প্রথম কাজটাই হবে দলকে সাহায্য করা। একজন অধিনায়ক হিসেবে দলের সবাইকে মানসিকভাবে চাঙা রাখতে হয় আমাকে। এবারও সেই দিকগুলোতে নজর থাকবে। পাশাপাশি বাংলাদেশকে জেতানোর জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে। ‘

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল