ফুটবল বিশ্বের যত শিরোপা আছে সম্ভাব্য সব শিরোপারই স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। একের পর এক অর্জনে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য শিখরে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। এবার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের স্বীকৃতিস্বরূপ ‘মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড’ও পেলেন তিনি।
এতো কিছুর পরও ঘুরে ফিরে সবার মনে একটা প্রশ্ন জাগে, মেসি কবে অবসর নিবেন? গতকাল (বৃহস্পতিবার) রাতে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে এই পুরস্কার গ্রহণের সময় অবসের বিষয়ে কথা বলেন। সেখানেও তিনি অবসরের বিষয়টি পরিষ্কার ভাবে না বলে, বরাবরের মত কিছুটা আভাস দিয়েছেন। যতদিন উপভোগ করবেন, খেলাটা চালিয়ে যেতে চান সর্বকালের সেরা এই ফুটবলার।
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে চোট কাটিয়ে এসেই দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। আর্জেন্টিনার ৬ গোলের ৫টিতেই অবদান ছিল তার। তিনিও পূর্ণ করেন হ্যাটট্রিক। এমন পারফরম্যান্স হয়তো পরবর্তী বিশ্বকাপে মেসিকে অংশগ্রহণ করাতে ভাবাচ্ছে।
অবসরের বিষয়ে মেসি বলেন, ‘আমি আর্জেন্টিনার হয়ে শুধু উপভোগ করতে চাই। দেশের মাটিতে খেলতে এলে মানুষ যেই ভালোবাসা আমাকে দেয় তা আমায় অনেক বেশি অনুপ্রাণিত করে। আমি প্রতিটি মূহুর্ত উপভোগ করতে চাই, কারণ আমি জানি এটাই আমার শেষ ম্যাচ হতে পারে।’
আরও পড়ুন: মাশরাফিকে দল থেকে বাদ দিতে সিলেটকে শিক্ষার্থীদের আল্টিমেটাম
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি-না এই বিষয়ে নিশ্চিত করে বলেননি মেসি। তিনি বলেন, ‘দেখি কি হয়। এখনই বেশি সামনে এগোতে চাই না। আমি শুধু প্রতিটি দিন উপভোগের চেষ্টা করি। আশা করি এখন আমি খেলা চালিয়ে যেতে পারব, ভালো অনুভব করব এবং সুখী হবো। যেটা আমার ভালো লাগে সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি আনন্দদায়ক।’
সম্প্রতি ইন্টার মায়ামির ঘরে সাপোর্টার্স শিল্ড শিরোপা এনে দিয়েছেন মেসি। মেজর সকার লিগে (এমএলএস) মায়ামির হয়ে সেটি ছিল মেসির দ্বিতীয় শিরোপা। সব মিলিয়ে মেসি তার ক্যারিয়ারে মোট ৪৬টি দলগত শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই তারকা। ফুটবল ইতিহাসে এত শিরোপা জয়ের কৃতিত্ব আর কারও নেই।
ব্যক্তিগত অর্জনেও নিজেকে সমৃদ্ধ করেছেন মেসি। ৮ ব্যালন ডি’অর, ২ ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, ৬ ইউরোপিয়ান গোল্ডেন বুটসহ ৫৬টি ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন তিনি। সব মিলিয়ে জিতেছেন ১০২টি শিরোপা। তার এমন অর্জনকে স্বীকৃতি দিতে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’ তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন।
ক্রিফোস্পোর্টস/১৮ অক্টোবর ২৪/এইচআই