ক্রিকেটাঙ্গনে সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এরই সঙ্গে টি-টেন লিগও দর্শকের চাহিদার তুঙ্গে উঠছে। বিশেষ করে আবুধাবি টি-টেন লিগ অনন্য মাত্রা উঠেছে। এবার এ লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। বাংলা টাইগার্সের জার্সি গায়ে আসন্ন আসরে মাঠে নামবেন বাংলাদেশি এই তরুণ ব্যাটার।
বাংলা টাইগার্সের নেতৃত্ব দিবেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। জাতীয় দলের সতীর্থের অধীনেই খেলবেন হৃদয়। এছাড়াও সতীর্থ হিসাবে তিনি পাবেন আফগান লেগ স্পিনার রশিদ খানের মত তারকা ক্রিকেটারকে।
প্রথমবারের কোনো টি-টেন টুর্নামেন্ট অংশগ্রহণ করবেন হৃদয়। গতকাল(বৃহস্পতিবার) প্লেয়ার্স ড্রাফটের ১৮তম রাউন্ড থেকে তাকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। সব কিছু ঠিক থাকলে আসন্ন আসরে বাংলা টাইগার্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন তরুণ এই হার্ড হিটার।
আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে জয়খরা কাটালো পাকিস্তান
দুটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)-এ অংশগ্রহণ করেছেন তিনি। এলপিএলে ২০২৩ সালে জাফনা কিংস এবং ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে খেলেছিলেন হৃদয়।
বাংলা টাইগার্স ইতোমধ্যে দলে ভিড়িয়েছেন সাকিব আল হাসান, লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ এবং দিনেশ কার্তিককে। গত আসরের খেলা ক্রিকেটারদের রেখে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তারা হলেন জশ লিটল, দাসুন শানাকা আর হযরতউল্লাহ জাজাইকে।
ক্রিফোস্পোর্টস/১৮ অক্টোবর ২৪/এইচআই