Connect with us
ক্রিকেট

৫২ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, দুই বোলার নিলেন ২০ উইকেট

Shajid Khan and Nauman Ali pakistan bowler
সাজিদ খান ও নোমান আলী। ছবি- ক্রিকইনফো

অভিষেক ম্যাচেই গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন দুই পাক স্পিনার সাজিদ খান ও নোমান আলী। দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর ঘরের মাঠে টেস্ট জয়ের নায়ক বনে রইলেন এই দুই স্পিনার। টেস্ট ইতিহাসে প্রায় ৫২ বছর পর দুই বোলার মিলে ২০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তারা।

আজ শুক্রবার মুলতান টেস্টে চতুর্থ দিনে এসে পাকিস্তানের কাছে পরাজয় বরণ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে এদিন প্রায় ৩৪ ওভার ব্যাটিং করে ইংলিশরা। আর পুরো ইনিংসে পাকিস্তানের হয়ে বোলিং করেছেন কেবল সাজিদ খান এবং নোমান আলী। আর তারাই তুলে নিয়েছেন ইংল্যান্ডের সবকটি উইকেট।

দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছে এই সাজিদ-নোমান জুটি। যেখানে প্রথম ইনিংসে ৭ উইকেটসহ মোট ৯ উইকেট শিকার করেছেন সাজিদ খান। অপরদিকে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটসহ মোট ১১ উইকেট শিকার করেছেন নোমান আলী।

পাকিস্তানের জয়।

এর আগে টেস্ট ইতিহাসে দুই বোলারের এক ম্যাচে ২০ উইকেট তুলে নেওয়ার নজির রয়েছে ৬ বার। যা সবশেষ দেখা গিয়েছিল ১৯৭২ সালে। সেই ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষেই এমন কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়ার বব মেসি ও ডেনিস লিল। আর সব মিলিয়ে ৭ বার ঘটে যাওয়া এই ঘটনার ৫ বারই হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন:

» প্রথম টেস্টে সাকিবের পরিবর্তে দলে হাসান মুরাদ

» সাকিবের অধীনে আবুধাবি টি-টেন মাতাবেন হৃদয়

» ছোট্ট নীড়ের বড় রেকর্ড, বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার

এছাড়া ১৯৮৭ সালের পর প্রথম কোন টেস্টে পাকিস্তানের দুই স্পিনার একই ম্যাচে ফাইফার তুলে নেওয়ার কীর্তি গড়েছেন। আর এক ম্যাচে সেরা বোলিং ফিগার হিসেবে গেল ৩৭ বছরের সেরা এবং সর্বকালে পাকিস্তানের হয়ে তৃতীয় সেরা বোলিং করেছেন নোমান আলী। ১৪৭ রান খরচায় পেয়েছেন ১১ উইকেট।

এতে করে ঘরের মাঠে জয়খরা কেটেছে পাকিস্তানের। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে হোমে হারিয়েছিল পাকিস্তান। এরপর দীর্ঘ অপেক্ষায় একাধিক বার অধিনায়ক পরিবর্তন করেও ১৩ ম্যাচে জয়ের মুখ দেখেনি স্বাগতিকরা। সাজিদ খান ও নোমান আলীর বোলিং ঘুর্ণিতে এবার পথ দেখলো পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট