অনেক জল্পনা-কল্পনার পর আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। দেশের মাটিতে এ সিরিজের একটি ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগ্রহ প্রকাশ করলে সাকিবকে স্কোয়াডে রেখেই দল ঘোষণা করে বাংলাদেশ। তবে নিরাপত্তার কারণে দেশে ফিরতে না পারায় দল থেকে বাদ দেওয়া হয় এ অলরাউন্ডারকে। তাকে ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন তার ভক্তরা।
আজ (শুক্রবার) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে আসন্ন মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে থাকছেন না সাকিব। তার নিরাপত্তাজনিত কারণে এবং আসন্ন এ সিরিজে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য দেশে না আসার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া সেই টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। তবে সেটি আর সম্ভব হচ্ছে না। ফলে কানপুরে ভারতের বিপক্ষে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ।
আরও পড়ুন: জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এ দিকে বিসিবি থেকে সাকিবকে মিরপুর টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ (শুক্রবার) দুপুর ৩টা দিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছেন সাকিব ভক্তরা। সাকিব–সাকিব স্লোগানে মুখরিত হয়ে উঠে মিরপুরের দুই নম্বর গেট। সাকিবের ইচ্ছা অনুযায়ী মিরপুরে তাকে শেষ টেস্ট খেলতে দেওয়া হোক এই দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়াও তারা বিসিবির কাছে একটি স্মারকলিপিও দিবে বলে জানিয়াছেন।
গতকাল (বৃহস্পতিবার) সাকিবকে বাদ দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ স্মারকলিপি দিয়েছিল বিসিবিকে। সাবেক টাইগার অধিনায়ককে বাদ না দিলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালে মিরপুরে হতে দিবে না এমন হুঁশিয়ারী দেন তারা। ফলে আজ সাকিবের বদলি হিসাবে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে স্পিনার মুরাদ হাসানকে ডাক দিয়েছে বিসিবি। আজ আবার সাকিব ভক্তরা তার শেষ টেস্ট ম্যাচ খেলতে দেওয়ার দাবি আন্দোলন করেছেন।
ক্রিফোস্পোর্টস/১৮ অক্টোবর ২৪/এইচআই