Connect with us
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে নিউজিল্যান্ড

Women's T20WC_West Indies vs New Zealand
ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড। ছবি- সংগৃহীত

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পর ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে পা রেখছে কিউইরা।

শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। শারজায় টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ তুলেছে ক্যারিবিয়ানরা।

এদিন নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার জর্জিয়া প্লিমারের ব্যাট থেকে। ৩১ বলে ৩৩ রান করেন এই ব্যাটার। আরেক ওপেনার সুজি বেটিসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এ ছাড়া ইজাবেলা গেজ ২০ এবং ব্রুক হ্যালিডে ১৮ রান করেন।

আরও পড়ুন:

» পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো কোচকে নিয়োগ দিল রংপুর

» বিসিবির অভিযোগ অস্বীকার করে যা বললেন হাথুরুসিংহে

» বিগ ব্যাশে ১৫ রানে অল আউটের রেকর্ড!

বল হাতে কিউদের পক্ষে এডেন কার্সন ৩টি উইকেট শিকার করেছেন। এ ছাড়া অ্যামেলিয়া ক্যার ২টি এবং তিনজন বোলার একটি করে উইকেট নিয়েছেন।

New Zealand into the final of WT20WC

২০১০ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মেয়েরা। ছবি- সংগৃহীত

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন দিন্দ্রা দতিন। শুরতে বল হাতে ৪ উইকেট শিকারের পর ব্যাট হাতে ২২ বলে ৩৩ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া বাকিরা খুব একটা আশানুরূপ পারফর্ম করতে পারেননি।

এর আগে ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগামী রবিবার (২০ অক্টোবর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট