Connect with us
ক্রিকেট

মিরপুরে অনন্য কীর্তির মালিক রাবাদা

কাগিসো রাবাদা। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ(সোমবার) প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে চরমভাবে লজ্জিত হওয়ার পর এটাই ছিল বাংলাদেশের প্রথম সিরিজ। এখানেও শুরুতেই পড়তে হলো লজ্জায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধুঁকতে থাকে বাংলাদেশ।

লাঞ্চে যাওয়ার আগেই টপ অর্ডার ও মিডল অর্ডারে উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসে টাইগাররা। বাংলাদেশের ব্যাটিং শিবিরে প্রথম দিকে আঘাত হানে উইয়ান মুল্ডার। এরপরেই আঘাত আসতে থাকে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার কাগিসো রাবাদার থেকে। এদিন খেলতে নেমে টেস্ট ক্রিকেটে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। টেস্টে দ্রুততম পেসার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাবাদা।

এদিন খেলতে নামার আগে রাবাদার সাথে মুশফিকুর রহিমও ছিলেন অনন্য মাইলফলকের সামনে। কিন্তু রাবাদা পারলেও মুশফিক পারেননি নিজের কীর্তি গড়তে। মুশফিককে আউট করেই এমন অসাধারণ কীর্তি নিজের করে নেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার ৬ষ্ঠ বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি।

রাবাদা এই কীর্তি গড়ার দিন ভেঙেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের রেকর্ড। ওয়াকার ইউনুসকে সরিয়ে এখন দ্রততম ৩০০ উইকেট শিকারী রাবাদা। এই রেকর্ডে নিজের নাম লেখাতে রাবাদা করেছেন ১১ হাজার ৮১৭ বল। এতদিন ১২ হাজার ৬০২ বলে ৩০০ উইকেট নিয়ে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ওয়াকার ইউনুস।

বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুতেই মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেললে ক্রিজে আসেন মুশফিক। মাহমুদুল হাসান জয়কে নিয়ে ইনিংস মেরামতে কাজটি করতে থাকেন। ৮ ওভারের পার্টনারশিপে তোলেন ১৯ রান। যা এই ইনিংসে সবচেয়ে দীর্ঘতম পার্টনারশিপ।

কিন্তু এরপরেই অফ সাইডের পিচ করা বলটি ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে সরাসরি আঘাত হানে স্টাম্পে। বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুশফিক। এরপর রাবাদা লিটন দাস ও নাঈম হাসানের উইকেটও নিজের করে নেন।

আরো পড়ুন : নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা কে এই অ্যামেলিয়া?

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট